মেগা ফাইনালে স্পেনকেই সেরা মানছে ইংলিশরা
এক মাস ধরে ফুটবলের মন্ত্রে বুঁদ করে রেখেছিল ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার বাজছে শেষের বাঁশি। আর মাত্র একটি ম্যাচ। এরপরই নির্ধারণ হয়ে যাবে কে হবে এবারের ইউরোপ সেরা!
ইউরোর ফাইনালে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে দুদল। প্রথম সেমিতে ফ্রান্সকে কাঁদিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসের স্বপ্নযাত্রা থামিয়ে শিরোপা মঞ্চে উঠেছে ইংল্যান্ড।
এবার অপেক্ষা ফাইনাল মহারণের। যা গড়াবে আগামী ১৪ জুলাই। আগামী রোববার দিনগত রাতে জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে ইউরোপের সেরা হওয়ার মিশনে নামবে স্পেন ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিনগত রাত ১টায়।
গ্রুপ পর্ব থেকেই কঠিন সব প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে ইউরোর ফাইনালে জায়গা করে নেওয়াতেই স্পেনকে যে কেউই সেরা মানবেন। মূল লড়াই শুরুর আগে স্প্যানিশদের সেরা মানছে ইংলিশরাও। ফাইনালের আগে ইংলিশ ফরোয়ার্ড অলি ওয়াটকিন্সও প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন। তবে, শিরোপার দৌড়ে নিজেদেরও শক্তিশালী মনে করেন তিনি।
এবারের আসরে দারুণ ছন্দে ছুটছে স্পেন। শেষ ২০১২ সালে শিরোপার দেখা পাওয়া স্পেনিশরা আবারও স্বপ্ন দেখছে সেরা হওয়ার। গ্রুপ পর্বে তারা একে একে ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়ার বিপক্ষে জয় তুলে নেয়। এরপর শেষ ষোলোতে হারায় রূপকথার গল্প লিখা জর্জিয়াকে। ম্যাচটিতে জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে স্পেন পায় শেষ আটের টিকিটি। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশরা থামিয়ে দেয় জার্মানিদের। স্বাগতিকদের বিদায় করে শেষ চারে উঠে স্পেন। সেখানে থামায় ফ্রান্সকে। এবার ফাইনালে ইংল্যান্ডকে পেয়েছে স্পেন।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ তারকা ওয়াটকিন্স বলেছেন, ‘তারা(স্পেন) আমাদের চেয়ে কঠিন পথ পেরিয়ে এসেছে, তথাকথিত বড় দল ইতালি, জার্মানি ও ফ্রান্সের বিপক্ষে খেলেছে। আমি মনে করি, তারা সম্ভবত এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল। এ ছাড়া স্পেনের উইঙ্গাররা খুবই গতিশীল, তরুণ, আত্মবিশ্বাসে ভরপুর এবং সরাসরি আক্রমণে ওঠে।’
এরপর নিজেদের নিয়ে এই ইংলিশ তারকা বলেন, ‘অবশ্য আমাদের দলেরও সব জায়গা থেকে গোল আছে এবং বিশ্বমানের প্রতিভা রয়েছে, তাই খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। ম্যাচটি দেখতে এবং এর অংশ হতে তর সইছে না। আশা করি আমরা শিরোপা জিততে পারব।’