কে হচ্ছেন বেলিংহাম-কেইনদের নতুন কোচ?
পরপর দুটি ইউরোর ফাইনালে তুলেও ইংল্যান্ডকে শিরোপা জেতাতে পারেননি গ্যারেথ সাউথগেট। শিরোপা না পাওয়ার দায় নিয়ে গত ১৬ জুলাই পদত্যাগের ঘোষণা দেন সাউথগেট। ইংল্যান্ডকে ১০২ ম্যাচ কোচিং করানো সাউথগেট মনে করেন, পরিবর্তনের সময় এসেছে। এ কারণেই পদত্যাগ করেছেন তিনি।
সাউথগেট দায়িত্ব ছাড়ার পর প্রশ্ন আসছে স্বাভাবিকভাবে, সেই পরিবর্তন কার হাত দিয়ে শুরু হবে? কে হতে চলেছেন ইংল্যান্ডের পরবর্তী কোচ। এ ব্যাপার ইংল্যান্ড ফুটবল এখনও কিছু না জানালেও তাদের পছন্দের তালিকায় আছেন বেশ কয়েকজন কোচ। যাদের সবাই হাই প্রোফাইল।
ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন মতে, কোচ হওয়ার দৌঁড়ে ইংলিশ ফুটবলের লিস্টে এগিয়ে আছেন পেপ গার্দিওলা, ইয়ুর্গেন ক্লপ, মরিসিও পচেত্তিনো, থমাস টুখেলের মতো কোচরা। শোনা যাচ্ছে, জার্মানির সাবেক কোচ জোয়াকিম লো-ও আছেন তালিকায়।
২০১৬ সালে ইংলিশদের দায়িত্ব নেন সাউথগেট। দীর্ঘ শিরোপাখরায় ভোগা থ্রি লায়ন্সরা তার অধীনে গত ইউরোতে ফাইনাল খেলে। সেবার ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হওয়া দলটি এবার হারে স্পেনের কাছে। পরপর দুটি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেনি ফুটবলের জনকরা। তাই, ব্যর্থতা বরণ করে সরে দাঁড়ান সাউথগেট।