প্যারিস অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মানু
নারীদের ১০ মিটার এয়ার পিস্তলের ইভেন্ট দিয়ে প্যারিস অলিম্পিকে প্রথম পদকের দেখা পেয়েছে ভারত। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতে দেশটিকে পদকের উপহার দিয়েছেন মানু ভাকের।
আজ রোববার (২৮ জুলাই) নারীদের ১০ মিটার ইয়ার পিস্তলে পদকের নিষ্পত্তি হয়েছে। যেখানে সোনার লড়াইয়ে সর্বোচ্চ স্কোর গড়ে সেরা হয়েছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন। তার স্কোর ২৪৩.২। এই ইভেন্টে অলিম্পিকে রেকর্ডও এটি। আগের রেকর্ড ছিল রাশিয়ার বাতসারাশকিনা ভিতালিনার—২৪০.৩।
দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ে দ্বিতীয়ও হয়েছেন দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজি। তাঁর স্কোর ২৪১.৩। মনুর লড়াই শেষ হয় ২২১.৭ স্কোরে। শেষ দুই শটের আগে ইয়েজির স্কোর ছিল ২২১.৮। ফলে ০.১ স্কোরের ব্যবধানে পিছিয়ে যাওয়ায় ব্রোঞ্জ পেলেন মানু। শেষ শটে মনু স্কোর করেন ১০.৩। সেই শটে ইয়েজি স্কোর করেন ১০.৫। কোরিয়ার শুটার ১০.২ স্কোর করলেও রুপো পেতে পারতেন মানু। তবে ব্রোঞ্জ জিতেও ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স পদক পেলেন মানু।
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শেষ বার গগন নারাং পদক দিয়েছিলেন ভারতকে। তিনিও ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। তার পর দু’টি অলিম্পিক্সে শুটিং থেকে কোনও পদক আসেনি। সেই খরা কাটালেন মানু। হরিয়ানার তরুণীও সেই ব্রোঞ্জ পদক পেলেন। তবে নারীদের মধ্যে তিনিই প্রথম এই ইভেন্টে পদক জিতলেন।