১৫০০ মিটারে সোনা জিতে লেডিকির ইতিহাস
১৫০০ মিটার ফ্রিস্টাইলে অনুমিতভাবেই ফেভারিট ছিলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লেডিকি। সত্যিই প্যারিসের নীল জলে রেকর্ড গড়ে জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। প্রিয় মঞ্চে সোনা জিতে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু।
আজ বৃহস্পতিবার প্যারিসের লা ডিফঁসা অ্যারেনায় ১৫০০ মিটার ফ্রিস্টাইলে সবাইকে ছাপিয়ে গেছেন লেডিকি। মাত্র ১৫ মিনিট ৩০ দশমিক ০২ সেকেন্ড সময় নিয়ে সেরার মুকুট ধরে রাখলেন তিনি। সেই সাথে পুরোনো রেকর্ড ভেঙে নতুন করে রূপকথা লিখলেন ২৭ বছর বয়সী এই ক্রীড়াবিদ।
এই ইভেন্টে টোকিওতে আগের রেকর্ডটি গড়েছিলেন লেডিকি। সেই আসরে তার সময় লেগেছিল ১৫ মিনিট ৩৫ দশমিক ৩৫ সেকেন্ডে। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডও তার দখলে। ২০১৮ সালে ইন্ডিয়ানাপোলিসে ১৫ মিনিট ২০ দশমিক ৪৮ সেকেন্ড টাইমিং নিয়ে সবার উপরে আছেন এই তারকা।
আজ সোনা জিতে আরেকটি রেকর্ডও গড়েছেন লেডিকি। অলিম্পিকের মঞ্চে ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে এই নিয়ে আটটি সোনার পদক জিতলেন লেডেকি। যা নারী সাঁতারু হিসেবে যৌথভাবে রেকর্ড। লেডিকির সঙ্গে এই রেকর্ডের সঙ্গী তার স্বদেশি জেনি থম্পসন।
এ ছাড়া সব মিলিয়ে ১২টি অলিম্পিক পদক জিতলেন লেডিকি। এখানেও হয়েছে রেকর্ড। ১২টি মেডেল নিয়ে যুক্তরাষ্ট্রের থম্পসন, ডারা টোরেস ও নাতালি কফলিন এবং অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওনের পাশে নিজের নাম জুড়ে দিলেন পুলে ঝড় তোলা লেডিকি।