মিশরকে উড়িয়ে অলিম্পিক ফুটবলে মরক্কোর পদক জয়
ফুটবলে গত কয়েক বছর ধরেই উন্নতি করছে মরক্কো। এরই ধারাবাহিকতায় সাফল্য এলো অলিম্পিক গেমসে। পুরুষ ফুটবল ইভেন্টে ব্রোঞ্জ পদক পেলেন আশরাফ হাকিমিরা। মিশরকে আজ শুক্রবার (৯ আগস্ট) ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে পদক পায় মরক্কো।
মরক্কোর পক্ষে জোড়া গোল করেন সুফিয়ান রাহিমি। অধিনায়ক হাকিমি ফ্রি-কিক থেকে চমৎকার এক গোল করেন। বাকি তিন করেন আকরাম নাকাচ, বিল্লাল খান্নাউস ও আবদে এজ্জাজৌলি।
আর্জেন্টিনাকে হারিয়ে এবারের অলিম্পিক শুরু করে মরক্কো। সেমি ফাইনালে এসে স্পেনের কাছে হোঁচট খায় দলটি। সেমি থেকে বিদায় নিলেও পদক নির্ধারণী ম্যাচে জ্বলে ওঠেন মরক্কান ফুটবলাররা। এবারের অলিম্পিকে মরক্কোর পুরুষ ফুটবলাররা রীতিমতো গোল উৎসবে মাতে। দেশটির পক্ষে এই ইভেন্টে আট গোল করে সর্বোচ্চ গোলদাতা সুফিয়ান রাহিমি।
পুরুষ ফুটবলের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে শক্তিশালি দুই দল স্পেন ও ফ্রান্স। পদক নিশ্চিত হয়েছে দুই দেশেরই। এখন লড়াইটা সোনা জয়ের।