বৃষ্টি না হলে আজই খেলা শেষের চিন্তা ছিল বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন আরও ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে বাংলাদেশ আজ সোমবার (২ সেপ্টেম্বর) চতুর্থ দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান নিয়ে। এদিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। জানান, বৃষ্টি না হলে আজই খেলা শেষ করার চিন্তা ছিল তাদের।
আজ ২৩ বলে ৩১ রানে অপরাজিত জাকির হাসান এবং সাদমান ইসলাম অপরাজিত ১৯ বলে ৯ রানে। এ দুজন আগামীকাল সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবেন।
দ্বিতীয় সেশনে আজ পাকিস্তানকে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বেশ দ্রুততার সঙ্গে রান তোলেন ওপেনার জাকির। অন্যদিকে, সাদমান খেলেছেন দেখেশুনে। জাকিরের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ বোধহয় আজই ম্যাচ শেষ করতে চেয়েছিল। তবে, প্রথমে আলোকস্বল্পতা, পরে বৃষ্টি মিলিয়ে তৃতীয় সেশনে এক ওভারের বেশি খেলা হয়নি। ম্যাচের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণা করা হয় তৃতীয় সেশন পুরোটা হাতে রেখেই। তাই, ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টেস্টের শেষ দিনে।
চতুর্থ দিনের খেলার পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। পাকিস্তানকে অল্প রানে আটকে রাখায় সামনে থেকে ভূমিকা রেখেছেন তিনি। ৪৩ রানে নিয়েছেন পাঁচ উইকেট, যা টেস্টে তার ক্যারিয়ার সেরা। সংবাদ সম্মেলনে এই পেসার জানান, বাংলাদেশের পরিকল্পনা ছিল সম্ভব হলে আজই ম্যাচ শেষ করার।
হাসান বলেন, ‘যদি আজ বৃষ্টি না হতো, তাহলে আমাদের চিন্তা ছিল কীভাবে বিকেলের মধ্যে (তৃতীয় সেশন) খেলা শেষ করা যায়। আমাদের ব্যাটাররা বেশ দেখেশুনে খেলেছেন। ভালো বলগুলো মেরেছেন তারা। আজ শেষ করতে না পারলে চিন্তা ছিল কাল প্রথম সেশনের মধ্যে কীভাবে শেষ করা যায়।’