বাংলাদেশ দলের পরবর্তী পরিকল্পনা জানালেন হাসান মাহমুদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/22/hasan-afp.jpg)
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের অবস্থান মাঝামাঝি। টেস্টের এখনও তিনদিন রয়ে গেছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাট করছে দ্বিতীয় ইনিংসে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে অতীত রেকর্ড কিংবা বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম—সবকিছু মিলিয়ে এই টেস্টে সুবিধাজনক অবস্থানে নেই স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১০১ রান। প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয় ১০৬ রানে। জবাবে প্রোটিয়ারা তোলে ৩০৮ রান। বাংলাদেশ এখনও পিছিয়ে ১০১ রানে। সেটি পার করে তবেই সফরকারীদের লক্ষ্য দিতে হবে।
টেস্টের তৃতীয় দিনে আগামীকাল বুধবার (২৩ অক্টোবর) সকালে মাঠে নামবে বাংলাদেশ। দলের পরবর্তী পরিকল্পনা কী, সংবাদ সম্মেলনে সেটি জানালেন পেসার হাসান মাহমুদ। ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশার ব্যাপারেও জানান তিনি।
হাসান মাহমুদ বলেন, ‘জয় (মাহমুদুল হাসান) ও মুশফিক ভালো একটা সময় পার করছে। কাল তারা চেষ্টা করবে, যত লম্বা সময় খেলা যায়। দুজনের জুটি যত বড় করা যেতে পারে। এরপর পেছনে যারা ব্যাটিংয়ে আছে, তাদেরও লক্ষ্য নিয়ে ব্যাট করা উচিত, যে আমরা কত বড় জুটি গড়তে পারি।’
দক্ষিণ আফ্রিকাকে ঠিক কত রানের লক্ষ্য দিলে বোলাররা জয়ের জন্য লড়তে পারবেন, এমন প্রশ্নের জবাবে হাসান জানান—২০০ হলেই চলবে।