জনপ্রিয় ধারাভাষ্যকারদের মুখে বাংলাদেশ বন্দনা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা দুই যুগের। গত ২৪ বছরেও যা সম্ভব হয়নি এবার পাকিস্তানের বিপক্ষেই মুগ্ধতা ছড়িয়ে সেটাই করে দেখালেন মুশফিক-মিরাজরা। বাবর আজমদের তাদেরই মাটিতে ২-০ তে হোয়াইটওয়াশের বিস্ময় উপহার দিয়েছেন ক্রিকেটাররা। এমন অবিশ্বাস্য সাফল্যের পর সাবেকদের প্রশংশায় ভাসছেন লিটনরা।
পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয়ের পর টুইট করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ইয়ান বিশপ। নিজের এক্স হ্যান্ডেলে এই ধারাভাষ্যকার লিখেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে দারুণ এই টেস্ট সিরিজ জেতায়। অনেক দিন মনে রাখার মত একটি জয় এটি। খেলাধুলাই আসলে সবকিছু নয়। তবে জাতির মানসিকতায় খেলার অবস্থান রয়েছে। আমি আশা করি এই জয় বাংলাদেশের মানুষের মনে আনন্দ এনে দিবে এবং তাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে তাদের স্পিরিট বাড়িয়ে দিবে।’
বিশপ ছাড়াও আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে লেখেন, ‘বাংলাদেশ গর্ব করার মত মুহূর্ত অল্প কিছুই পেয়েছে। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে বেশি খুব একটা পায়নি। কী দারুণ ব্যাপার, তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব এবং মুশফিক, এবার নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দাঁড়িয়ে থেকেই দেখল।’
সাদা পোশাকে পাকিস্তানের সঙ্গে খেলা হলেই বাংলাদেশের স্মৃতিতে উঠে আসে মুলতান টেস্টে হারের দুঃসহ সেই স্মৃতি। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের মাধ্যমে দীর্ঘদিন পর সেই হারের ক্ষতে প্রলেপ দেয় শান্তরা। আর এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য জয়।