সাকিবের ব্যাটিং ছন্দ ভাবাচ্ছে বাংলাদেশকে
সাকিব আল হাসান। নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সেরা অলরাউন্ডার। তিনি মাঠে নামা মানেই একসঙ্গে দুজন ক্রিকেটারের ভূমিকা রাখেন। ব্যাটিং-বোলিং দুটোতেই দলে অবদান রাখেন। কিন্তু সেই সাকিবের ব্যাটে যখন রান থাকে না তখন স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ে বাংলাদেশের।
সাম্প্রতিক সময়ে সেটাই হচ্ছে। বোলিংটা দারুণ হলেও ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পাচ্ছেন না তিনি। কাউন্টিতে সারের হয়েও বল হাতে এক ম্যাচের দুই ইনিংসে ৯ উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে মলিন। দুই ইনিংসে ব্যাট করতে নামা সাকিবের ব্যাটিং চিত্র—১২ এবং ০!
সাকিবের ব্যাট থেকে চলতি বছর তিন টেস্ট খেলে পাঁচ ইনিংসে কোনো হাফসেঞ্চুরি নেই। এ ছাড়া ১১টি টি-টোয়েন্টিতেও কেবল ফিফটি একটিতে। সবমিলিয়ে চলতি বছর ১৬ ইনিংসে তার গড় ১৮.৪২। ব্যাটিংয়ের চিত্র যখন এই তখন ভারত সিরিজের আগে বাংলাদেশের চিন্তায় পড়া অস্বাভাবিক কিছু নয়। কেননা বাংলাদেশের মিডল অর্ডারে বড় ভরসার নাম সাকিব।
বিষয়টা ভাবাচ্ছে নির্বাচকদেরও। যেমনটা ফুটে উঠেছে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকারের মুখে। দল ঘোষণার দিন তিনি সাকিবের ফর্ম নিয়ে বলেছেন, ‘সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই। যেটা আমি বললাম, ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সাকিব ফর্মে নেই।’
সেই সঙ্গে সাকিব ফর্মে ফিরবে বলেও আশা দেখছেন এই নির্বাচক। তার ভাষায়, ‘টেস্ট ক্রিকেটে একটা বিষয় কী, ফর্মে ফেরার সময় থাকে। টি-টোয়েন্টি, ওয়ানডেতে হয়তো সেই সময়টা থাকে না। ব্যাটসম্যানদের রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্টে সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের ক্রিকেটার, একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে, ফর্মটা ফিরে আসবে।’
নির্বাচক সাকিবকে ঘিরে আশা দেখছেন। আসন্ন ভারত সিরিজে সাকিবকে ঘিরে আশা দেখছেন ক্রিকেট ভক্তরাও। সেই আশার প্রতিফলন সাকিব কতটা দেখাতে পারেন সেটাই এখন দেখার।