অস্ট্রেলিয়া সিরিজের আগে ছিটকে গেলেন ইংলিশ অধিনায়ক
চলতি সপ্তাহের শেষ দিকে মাঠে গড়াবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে অনুষ্ঠেয় সিরিজটির জন্য ইতোমধ্যে দলও ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুদলের লড়াই। তবে, সিরিজ শুরুর দুই দিন আগে দল থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ডান পায়ের চোটে সিরিজ শেষ হয়ে গেছে বাটলারের।
ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন মতে, বাটলারের পরিবর্তে আসন্ন সিরিজে ইংলিশদের নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন তিনি। জাতীয় দলে না হলেও বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে ২৫ বছর বয়সী ব্রুকের। এই ব্যাটারের অধীনেই ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়েছিল থ্রি লায়ন্সরা।
আগামীর ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে ব্রুককে। সেই হিসাবে অস্ট্রেলিয়া সিরিজ নিজেকে শানিত করার সুযোগ মনে করেন বাটলার। বাটলারের মতে, ব্রুকের জন্য এটি বেশ বড় সুযোগ। দলের সবাই তাকে যোর যার জায়গা থেকে সাহায্য করবে।
বাটলার বলেন, ‘সামনের দিনগুলোতে নিজেকে তৈরি করতে ব্রুকের জন্য এটি বড় সুযোগ। তার পাশে গোটা দল আছে। সবাই তাকে উৎসাহ দেবে। আমি বিশ্বাস করি, সে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারে। তার চিন্তাভাবনা অনেক উন্নত। অধিনায়ক কিংবা খেলোয়াড় যে-ই হোক, চিন্তার জায়গাটা বেশ উন্নত হওয়া উচিত।’
আগামী ১৯ সেপ্টেম্বর ট্রেন্টব্রীজে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে। সিরিজের বাকি চার ম্যাচ যথাক্রমে–২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।