ইংলিশ রেকর্ড আর ইতিহাসের সাক্ষী হলো মুলতান টেস্ট
প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান রান তোলে ৫৫৬। তখনও কি পাকিস্তান জানত, ১১ জন মিলে যত রান তুলেছে, দুই ইংলিশ ব্যাটার মিলেই তুলে ফেলবেন তার কাছাকাছি! ঠিক ৫৫৬ না হলেও, চতুর্থ উইকেটে জো রুট ও হ্যারি ব্রুক করেন ৪৫৪ রান। এই জুটিতে চেপে মুলতান টেস্টের প্রথম ইনিংসের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) ডিক্লেয়ার দেওয়ার আগে ইংল্যান্ডের সংগ্রহ সাত উইকেটে ৮২৩ রান।
২৪৯ রানে তিন উইকেট হারানো ইংলিশদের চতুর্থ উইকেটের পতন ঘটে ৭০৩ রানে। টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা ২৬২ রানের ইনিংস খেলে বিদায় নেন রুট। আরও একবার ডবল সেঞ্চুরি করেও ট্রিপলের স্বাদ পাননি রুট। তবে, হ্যারি ব্রুক কাজে লাগান সুযোগ। প্রথমবার ডবলের স্বাদ নিয়ে সেটিকে রূপান্তর করেন ট্রিপল সেঞ্চুরিতে। ৩১৭ রানের ইনিংসটি সাজাতে ব্রুক খেলেছেন মাত্র ৩২২ বল!
রুট-ব্রুক জুটিতে আসা ৪৫৪ রান টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ। এর আগে ২০২০ সালে জস বাটলার ও জ্যাক ক্রলি মিলে তুলেছিলেন ৩৫৯ রান। ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে দুই ব্যাটারের ডবল সেঞ্চুরি এর আগে একবারই দেখা গিয়েছিল। সেটিও প্রায় ৩৯ বছর আগে। ১৯৮৫ সালে ভারতের বিপক্ষে গ্রায়েম ফাওলার ও মাইক গ্যাটিং প্রথমবার এই কীর্তি গড়েন।
ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দল হিসেবেও রেকর্ড গড়েছে ইংল্যান্ড। এক ইনিংসে দলীয় সর্বোচ্চ সংগ্রহের তালিকায় ইংলিশদের ৮২৩ রান চতুর্থ স্থানে আছে। সবার ওপরে শ্রীলঙ্কা (৯৫২/৬ ডিক্লেয়ার)। তবে এক জায়গায় শ্রীলঙ্কাকে তো বটেই, ইংলিশরা ছাড়িয়ে গেছে সবাইকে। একমাত্র দল হিসেবে টেস্টের এক ইনিংসে দলীয় সংগ্রহ সবচেয়ে বেশিবার ৮০০-র ছাড়িয়েছে তারাই। ইনিংসে তিনবার ৮০০ এর বেশি রান তুলেছে ইংল্যান্ড, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে পারেনি আর কোনো দল। এরমধ্যে একটি আবার ৯০০ ছাড়ানো (৯০৩/৭ ডিক্লেয়ার)।
মুলতান টেস্টের পরিণতি যা-ই হোক, ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে ম্যাচটি।