চেন্নাই টেস্ট
ভারতকে দ্রুত থামানোর লক্ষ্যে মাঠে বাংলাদেশ
চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসের শুরুতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন বাংলাদেশের পেসাররা। বেলা শেষে সেটি ধরে রাখতে পারেননি তারা। এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। প্রথম ইনিংসের প্রথম দিনে ছয় উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ১০২ রানে এবং রবীন্দ্র জাদেজা অপরাজিত ৮৬ রান নিয়ে।
অনেকটা ব্যাকফুটে থেকে আজ দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যদিও, সফররতদের লক্ষ্য ভারতকে যত দ্রুত সম্ভব আটকানো। প্রথমদিন চার উইকেট পাওয়া হাসান মাহমুদও গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ভারতকে ৪০০ রানের আগে অলআউট করতে চায় বাংলাদেশ। তাহলে ব্যাটারদের জন্য কাজ কিছুটা সহজ হবে।
সেটি করতে হলে সবার আগে ভাঙ্গতে হবে অশ্বিন-জাদেজা জুটি। এ জুটিতে রান এসেছে অবিচ্ছিন্ন ১৯৫। রীতিমতো ওয়ানডে স্টাইলে রান তুলেছেন দুজন। এ রান করতে তারা খেলেছেন ২২৭ বল (৩৭.৫ ওভার)। দিনের শুরুতে বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া নতুন বল। নতুন বলে হাসান মাহমুদ গতি ও লাইন দুটোই ঠিক রাখতে পারলে ভারতের জন্য চ্যালেঞ্জিং হবে প্রতিরোধ বজায় রাখা। বাংলাদেশকে সাহস দিচ্ছে গতকালের প্রথম ঘণ্টা। যেখানে নতুন বলে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলদের মতো তারকাদের দ্রুত বিদায় করেন হাসান।