উইকেট না হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
ভারতের ছুঁড়ে দেওয়া ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে আক্রমণাত্মক শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসানের ব্যাটে কিছুটা স্বস্তি নিয়েই চা বিরতিতে সফরকারীরা। এই দুই ব্যাটারের ব্যাটে ১৩ ওভারে স্কোরবোর্ডে ৫৪ রান তুলেছে বাংলাদেশ। জাকির ৩২ ও সাদমান ২১ রানে অপরাজিত।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে ৫১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তেমন কোনো ঝুঁকি নেয়নি ব্যাটাররা। লক্ষ্য যতটা বেশি সময় সম্ভব ক্রিজে থাকার। এখনও জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪৫৯ রান। এত বিশাল সংগ্রহ তাড়ায় রীতিমত বিশ্বরেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই আর কারও।
এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। রোহিত শর্মার দলের বিপক্ষে জিততে হলে ৫১৫ রান করতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসের লিড মিলিয়ে তাদের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫১৪ রান।
ভারতকে দ্বিতীয় ইনিংসে রান পাহাড়ে তোলার পেছনে বড় ভূমিকা রেখেছেন শুভমান গিল ও রিশাভ পন্থ। দুজনই করেছেন সেঞ্চুরি। এই দুজনের জোড়া সেঞ্চুরিতেই রান পাহাড়ে চড়েছে রোহিতের দল। পন্ত ১০৯ রান করে আউট হলেও গিল ১১৯ রানে অপরাজিত ছিলেন। এছাড়াও ২২ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নিয়েছেন মিরাজ। একটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ।