কবে দেশে ফিরবেন সাকিব, জানাল বিসিবি
শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার ফলে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লম্বা সময় ধরে দেশের বাইরে থেকেই জাতীয় দলের জার্সিতে খেলছেন এই ক্রিকেটার। সামনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ, এবার কি করবেন সাকিব?
এই বিষয়টি নিয়ে গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস। সাকিবের জন্য আপাতত বিদেশের চেয়ে দেশে খেলাটাই কঠিন মনে হচ্ছে।
এই বিষয়ে শাহরিয়ার নাফিস বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে, যে মামলাগুলো হয়েছে, সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে। চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখি না।’
নাফিস আরও যোগ করেন, 'সাউথ আফ্রিকা সিরিজের সিলেকশন যখন হবে, তখন নির্বাচকরা যখন দল ঘোষণা করবেন, তখন কোন ক্রিকেটার থাকবেন বা কোন ক্রিকেটার থাকবেন না, সেটা সম্পর্কে আমরা জানতে পারব।'
আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ২৯ অক্টোবর থেকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।