বড় ম্যাচের আগে মাদ্রিদকে দুঃসংবাদ দিলেন এমবাপ্পে
লা লিগায় আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচটি একাধিক কারণে বিশেষ ছিল। একদিকে মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলেত্তির ৩০০তম ম্যাচ, অন্যদিকে লা লিগায় লুকাস ভাসকুয়েজের ২৫০তম ম্যাচ। এমন ম্যাচ জয় দিয়েই রাঙিয়েছে লস ব্লাংকোরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিতেছে ৩-২ গোলে।
ম্যাচে মাদ্রিদের পক্ষে দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা ফিরেছেন ছন্দে, যা ক্লাবের জন্য ইতিবাচক। তবে, এর মধ্যেই তাকে ঘিরে দুঃসংবাদ পেল মাদ্রিদ। বাম পায়ের ঊরুর চোটে পড়েছেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) চোটের বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রিদের চিকিৎসকরা।
আলাভেসের বিপক্ষে আজকের ম্যাচ চলাকালীনই পায়ে ব্যথা অনুভব করছিলেন এমবাপ্পে। অস্বস্তি নিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচের পর বিভিন্ন পরীক্ষা করা হলে ধরা পড়ে চোট। বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। যদিও, মাদ্রিদ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আগামী ৩০ সেপ্টেম্বর লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের। মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে লস ব্লাংকোরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাথলেটিকোর মাঠে। সেই ম্যাচে এমবাপ্পের না থাকা প্রায় নিশ্চিত। ডার্বিতে তাকে না পাওয়াটা রিয়ালের জন্য দুঃসংবাদই বটে।