৩ গোল বাতিলের পর ভিনিসিয়াস-গুলারের গোলে রিয়ালের জয়

সর্বশেষ ট্রফিশূন্য এক মৌসুম কাটানোর পর এই মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় তিন ম্যাচের সবগুলোতেই জয়ের দেখা পেয়েছে শাবি আলোনসোর দল। গতকাল শনিবার (৩০ আগস্ট) ময়োর্কার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে লস ব্লাংকোরা।
মায়োর্কার বিপক্ষে রিয়াল গতকালের ম্যাচটি খেলেছে সান্তিয়াগো বার্নাব্যুতে। ঘরের মাঠে দাপটটা ধরে রেখেই ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ভিনিসিয়াস-এমবাপ্পেরা। এতে লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখল রিয়াল।
এদিন রিয়ালের আরও বড় ব্যবধানের জয় পেতে পারত। অফসাইড আর হ্যান্ডবলের কারণে বাতিল হয়েছে তিনটি গোল। এর মধ্যে দুটি এমবাপ্পের বাকি একটি আর্দা গুলারের।
ম্যাচজুড়ে রিয়ালের আধিপত্য থাকলেও শুরুতে এগিয়ে যায় মায়োর্কা। ম্যাচের ১৮ মিনিটে পাবলো তোরের কর্নারে ভেদাত মুরিকির পিঠে লেগে বল জড়িয়ে যায় রিয়ালের জালে। এতে মায়োর্কা ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের আক্রমণের গতিটা আরও বেড়ে যায়। প্রথমার্ধেই তারা ম্যাচে এগিয়ে যায়। ৩৭ মিনিটে আলভারো কারেরাসের কর্নার থেকে বাড়ানো ক্রসে ডিন হুইসেনের হেড ডিফ্লেক্ট করলে গুলার কাছ থেকে হেডে দিয়ে বল জালে জড়িয়ে সমতায় ফেরান রিয়ালকে।
মাত্র কয়েক সেকেন্ড পরেই জয়সূচক গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ৩৮তম মিনিটে ফেদে ভালভার্দের পাস ধারে ভিনিসিয়াস শট নিলে তা পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। ম্যাচে ২-১ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
এরপর দ্বিতীয়ার্ধে আরো অনেবার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রিয়াল। পরপর দুই ম্যাচে গোল করা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এই দিন গোলের দেখা পাননি। তবে ম্যাচের শুরুতেই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পাস থেকে এমবাপ্পে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। প্রথমার্ধের যোগ সময়ে তার আরও একটি গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে।
৫৫ মিনিটে ফ্রাঙ্কো মাসতানতুয়ানোর শট মায়োর্কার গোলরক্ষক ঠেকিয়ে দিলেও গুলার ফিরতি শটে তা জালে জড়ান। কিন্তু ভিএআর রিভিউয়ের পর দেখা যায়, গুলারের হ্যান্ডবল হয়েছে।
৬২ মিনিটে ম্যাচে প্রায় সমতায় ফিরতে পরেতো মায়োর্কা। রিয়ালকে এই যাত্রায় বাঁচিয়ে দেন ফুল-ব্যাক আলভারো কারেরাস। লাফিয়ে গোললাইন থেকে অবিশ্বাস্যভাবে বল ক্লিয়ার করেন তিনি। এতেই ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
লা লিগায় ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। ১৩ সেপ্টেম্বর পরের ম্যাচে রিয়াল সোসিয়াদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।