জমজ ভাইকে দেখে এমবাপ্পে—‘এটা আমি!’

কিলিয়ান এমবাপ্পের একজন ভাই আছেন, তা সবারই জানা। নাথান এমবাপ্পেও বড় ভাইয়ের মতো ফুটবলার। এমবাপ্পের সৎ ভাই জিরেস কেম্বো একোকোও ফুটবলারই ছিলেন। এই তো এমবাপ্পের ভাইদের পরিচয়। কিন্তু, বৃহস্পতিবার (২৭ মার্চ) এমবাপ্পে পরিচয় করিয়ে দিলেন জমজ ভাইয়ের সঙ্গে!
ফ্রান্সের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে তৈরি করা হয়েছে এমবাপ্পের মূর্তি। মোমের সেই মূর্তিটি আগামী এপ্রিলে উন্মুক্ত করা হবে জনসাধারণের জন্য। এর আগে এটি দেখানো হয়েছে এমবাপ্পেকে। মূর্তি দেখে এতটাই মজেছেন বিশ্বকাপজয়ী তারকা, মুখ দিয়ে বের হয়েছে— ‘ওয়াও, এটা আমি!’
সাদা জার্সিতে নীল স্ট্রাইপ, নীল প্যান্ট, সাদা মোজা, লাল বুট, সঙ্গে হাতে অধিনায়কের আর্মব্যান্ড আর বিখ্যাত ক্রস হ্যান্ড সেলিব্রেশন—প্রথম দেখায় এতটুকু বোঝার উপায় নেই এটি একটি মূর্তি। যার ভেতর কোনো প্রাণ নেই। দূর থেকে বিশ্বাস করতে কষ্টই হবে।
এমবাপ্পে নিজেও যখন দরজা দিয়ে ঢুকলেন, অবাকই হন। চোখ বড় বড় করে ঘুরে ঘুরে দেখেন নিজের প্রতিবিম্বকে। এ সময় ফরাসি তারকা মূর্তিটির দিকে তাকিয়ে বলেন, ‘নতুন জার্সি, নতুন বুট। সবই তো আছে। এটা আমি। ধন্যবাদ সবাইকে, যারা এই কাজের সঙ্গে জড়িত ছিলেন। অবিশ্বাস্য, অসাধারণ। আমি এটা পছন্দ করেছি। এটা পরিপূর্ণ একটি কাজ।’
মোমের মূর্তির সঙ্গে ছবি তুলে ইন্সটাগ্রামে শেয়ার করেন এমবাপ্পে। সেখান তিনি লিখেছেন, ‘আমার জমজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।’