বিশ্বকাপ ট্রফি দেখার সময় মানতে হবে যেসব নিয়ম
বিশ্বকাপ ট্রফিটি একবার সামনে থেকে দেখতে ভক্তদের উন্মাদনার কমতি নেই। বাংলাদেশে আজ বুধবার (১৪ জানুয়ারি) এসেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। দুপুর আড়াইটা থেকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে রাখা হবে ট্রফিটি। ভক্তরা তুলতে পারবেন ছবি।
প্রশ্ন হচ্ছে, ট্রফি কি সবাই দেখতে পাবেন? উত্তর হবে, না। নির্দিষ্ট কিছু ভক্তই কেবল সুযোগ পাবেন। বিশ্বকাপের ট্রফি ট্যুরটি পরিচালনা করে আসছে কোকা-কোলা। বাংলাদেশ সফরের আগে গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করেছিল কোকা-কোলা। সেই ক্যাম্পেইন বিজয়ীরাই শুধু এ ট্রফি দেখতে পারবেন এবং এর সঙ্গে ছবি তুলতে পারবেন।
বিজয়ী হলেও আয়োজকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিছু বিধিনিষেধ। ট্রফি দেখার জন্য কোকা-কোলার ক্যাম্পেইন বিজয়ীদের অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি বা সফট কপি অথবা স্ক্রিনশট দেখাতে হবে। এরপর যাচাই-বাছাইয়ের জন্য কোকা–কোলার ক্যাপও সঙ্গে নিতে হবে।
কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। ৭/১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক বহন করা যাবে না। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কোনোভাবেই টিকিট হস্তান্তর, পুনরায় ব্যবহার বা শেয়ার করা যাবে না। ধারালো বা নিষিদ্ধ সামগ্রী বহন করা যাবে না। এমনকি কোনো দেশ বা ফুটবল দলের পতাকাও সঙ্গে আনতে পারবে না ভক্তরা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। ইতোমধ্যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বসবে ফুটবলের মহাযজ্ঞ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ফুটবলের পরিধি আরও বাড়ানোর যে স্বপ্ন, সেটি আলোর মুখ দেখবে ২০২৬ বিশ্বকাপে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। ইতোমধ্যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বসবে ফুটবলের মহাযজ্ঞ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ফুটবলের পরিধি আরও বাড়ানোর যে স্বপ্ন, সেটি আলোর মুখ দেখবে ২০২৬ বিশ্বকাপে।

স্পোর্টস ডেস্ক