বিশ্বকাপ ট্রফিতে কতটুকু স্বর্ণ, দাম কত?
সোনায় বাঁধানো জ্বলজ্বল করা সোনালি বিশ্বকাপের ট্রফি নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকে ফিফা। ফিফার কঠোর প্রটোকল অনুযায়ী, শুধুমাত্র বিশ্বকাপজয়ী খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের এটি সরাসরি হাত দিয়ে ধরার অনুমতি আছে। এমনকি বিশ্বকাপ জয়ী দেশকেও শুধুমাত্র উদযাপনের জন্য দেওয়া হয় মূল ট্রফিটা। এরপর দেওয়া হয় একটি রেপ্লিকা।
যে ট্রফি নিয়ে ফিফার এতো এতো নিরাপত্তা ব্যবস্থা তার কতটুকু স্বর্ণ দিয়ে তৈরি? তার ওজনই বা কত? বিশ্বকাপের বর্তমান ট্রফিটি ১৮ ক্যারেট (৭৫%) নিরেট সোনা দিয়ে তৈরি। এর উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার (১৪.৫ ইঞ্চি) এবং ওজন ৬ কেজি ১৭৫ গ্রাম।
তবে একটি মজার তথ্য হলো, ট্রফিটি ভেতর থেকে ফাঁপা। বিজ্ঞানীদের মতে, এটি যদি পুরোপুরি নিরেট সোনা হতো, তবে এর ওজন দাঁড়াত প্রায় ৭০-৮০ কেজি, যা কোনো ফুটবলারের পক্ষে উঁচিয়ে ধরা সম্ভব হতো না।
বিশ্বকাপ ট্রফির ওজন ৬ কেজির ওপরে হলেও স্বর্ণের পরিমাণ কিন্তু এতো নয়। কারণ ট্রফিটির নিচের অংশে (বেদি) ব্যবহার করা হয়েছে মূল্যবান সবুজ রঙের ‘ম্যালাকাইট’ পাথর। দুটি স্তরে থাকা এই পাথর ট্রফিটিকে দিয়েছে রাজকীয় এক রূপ। ফলে ঠিক কতটুকু স্বর্ণ ব্যবহার করা হয়েছে ট্রফিতে সেটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না।
স্বর্ণের ধারণা না পাওয়া গেলেও ট্রফির মূল্য কিন্তু আকাশচুম্বী। স্বর্ণের দাম, বিশ্বকাপ ট্রফির ঐতিহ্য বিবেচনায় এটির মূল্য ধরা হয় ২০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা।

স্পোর্টস ডেস্ক