কী হবে বিসিবির আজকের বোর্ড সভায়?
অনেকটা হুট করেই পরিচালনা পর্ষদের সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শীর্ষপদে পরিবর্তনের পর এবার তৃতীয়বারের মতো বসছে বিসিবির বোর্ড সভা। এ সভায়ও রাজনৈতিক পটপরিবর্তনের পর আড়ালে চলে যাওয়া পরিচালকরা অনুপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুর শেরে বাংলায় বিসিবি ভবনে হবে এই বৈঠক। যার আমন্ত্রণ জানিয়ে বোর্ড পরিচালকদের ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। সবশেষ আগস্ট মাসের শেষ সপ্তাহে বসেছিল বিসিবির সভা।
জানা গেছে, অনেক পরিচালকের অনুপস্থিতিতে প্রায় অচল হয়ে পড়া স্থায়ী কমিটিগুলোর দায়িত্ব নতুন করে বণ্টনের আলোচনা হবে আজকের সভায়, কিছু ক্ষেত্রে সিদ্ধান্তও হতে পারে। সভাপতি ফারুক আহমেদ নিজেই যেমন ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্ব নেবেন বলে শোনা যাচ্ছে। আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে আসন্ন বিপিএল নিয়েও।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। যদিও তিনি এখনও বোর্ড পরিচালক পদে আছেন। পরে বিসিবি পরিচালকদের মধ্যে একে একে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকরা। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয় খালেদ মাহমুদ সুজনের নামটি।