ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের সঙ্গে পারল না বাংলাদেশ
ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে ১২০ রানের নিচে আটকানো দারুণ ব্যাপার। বাংলাদেশের বোলাররা সেই কাজটিই করেন। তবে, বোলারদের কৃতিত্ব ধরে রাখতে পারেননি ব্যাটাররা। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে থামতে হয় জয় থেকে ২১ রান দূরে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল শনিবার (৫ অক্টোবর) ইংল্যান্ডের কাছে ২১ রানে হারে বাংলাদেশ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৮ রান করে ইংল্যান্ড। জবাবে ২০ ওভারে সাত উইকেটে ৯৭ রানে থামে বাংলাদেশ।
টস জিত আগে ব্যাটিং বেছে নেয় ইংলিশরা। ওপেনিং জুটিতে ৪৮ রান তোলেন দুই ব্যাটার মাইয়া বাউচার ও ড্যানি হজ। ২৩ রান করা মাইয়া পরিণত হন রাবেয়ার শিকারে। ৪১ রান তোলা ড্যানিকে ফেরান নাহিদা আক্তার। দুই ওপেনার ছাড়া বলার মতো সংগ্রহ করতে পারেননি বাকিরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট তুলে নেয় বাংলার মেয়েরা। ফলে মাত্র ১১৮ রানে থামতে হয় ইংলিশদের।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন নাহিদা, ফাহিমা ও রিতু মনি। এক উইকেট নেন রাবেয়া খান।
খুব বড় লক্ষ্য না হলেও জবাব দিতে নেমে খেই হারায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি ব্যর্থ হন। দিলারা ছয় ও সাথী সাত রান করে ফিরে যান সাজঘরে। বাংলাদেশের পক্ষে একাই লড়াই করেন সুবহানা মুস্তারি। যদিও, তার ৪৪ রানের ইনিংসটি ছিল বেশ মন্থর। ৪৮ বলের ইনিংসে মাত্র একটি করে চার ও ছয় মারেন। এর বাইরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ১৫ রান। সবকটি উইকেট না হারালেও বাংলাদেশকে থামতে হয় ১০০ রানের আগে।
ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন লিনসে স্মিথ ও চার্লি ডিন।