ক্যারিবীয়দের কাছে হেরে বিদায়ের পথে বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় বড় পুঁজি পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। অসহায় আত্মসমর্পণে থমকে যায় মাত্র ১০৩ রানে। এই সহজ লক্ষ্য জবাব দিতে খুব বেশি বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৪৩ বল হাতে রেখে সহজেই জয়ের নাগাল পেয়ে যায় তারা। বড় জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অবস্থান টিকিয়ে রাখল হেইলি ম্যাথুজের দল।
টিকে থাকার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ নারী দল। এই হারে আপাতপক্ষে বিদায়ের ঘণ্টা বেজেই গেল লাল-সবুজ দলের। কারণ, 'বি' গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ তিন দলই পেয়েছে ৪ পয়েন্ট। বাংলাদেশ সেখানে ২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চারে। তাই বিদায়ের পথেই নিগার সুলতানার দল।
বিশ্বকাপের ১৩তম ম্যাচে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) মাঠে নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। শারজাহতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে থামে বাংলাদেশ।
দলের হয়ে অধিনায়ক নিগার সুলতানা ছাড়া কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ রানটাও এসেছে তার ব্যাট থেকে। ৩৯ রান করেন তিনি। ৪৪ বলে চার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। ১৮ বলে ১৯ রান করেন ওপেনার দিলারা আক্তার। ২২ বলে ১৬ রান করেন সোবহানা মোস্তারিন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অফ স্পিনার কারিশমা রামহারাক। লেগ স্পিনার আফি ফ্লেচার ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন অফ স্পিনার হেইলি ম্যাথুজ।
জবাব দিতে নেমে ১২.৫ ওভারে ১০৫ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় শুরু থেকেই দারুণ ছিল ক্যারিবিয়ান মেয়েরা। ওপেনিং জুটিতে অধিনায়ক ম্যাথুজ ও স্টেফেনি টেইলর মিলে তোলেন ৫২ রান। ৩৪ রান করে ম্যাথুজ ফিরলে ভাঙে এই জুটি। ২৭ রান করে সাজঘরে বিশ্রামে যান টেইলর। এরপর বাকিরা অনায়সেই পাড়ি দেন বাকি পথ।
এবারের বিশ্বকাপে শুরুটা স্বপ্নের মতো হয়েছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ ১০ বছরের জয় খরা বাংলাদেশ নারী ক্রিকেট দল কাটায় স্কটল্যান্ডকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের মেয়েদের সঙ্গে জ্যোতি-মারুফারা লড়াই করে হেরেছেন। কিন্তু জিততে পারেননি। এবার আরেক দফায় ওয়েস্ট ইন্ডিজের সামনে হতাশায় ডুবল বাংলাদেশ নারী ক্রিকেট দল।