তাসকিনের মতে, উন্নতির অনেক জায়গা আছে
ম্যাচ হারলেই বাংলাদেশ দলের একটা চেনা কথা ছিল—আমরা হার থেকে শিখছি। ইদানিং অবশ্য সেই প্রবণতা কমেছে। ক্রিকেটাররা বরং শেখার জায়গা থেকে বের হয়ে উন্নতির কথা বলছেন। ভারত সিরিজের প্রথম ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসনে শান্ত বলেছিলেন, কাঠামোগত পরিবর্তনের কথা। এবার দ্বিতীয় ম্যাচ শেষে প্রায় একই সুরে কথা বললেন তাসকিন আহমেদ।
ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবধান কতটুকু, তা এই সিরিজে আবারও স্পষ্ট হচ্ছে। সিরিজ শুরুর আগে বাংলাদেশ ভাল খেলার যে প্রত্যাশা দেখিয়েছিল, মাঠের ক্রিকেটে তার কোনো প্রতিফলন নেই। দিল্লিতে গতকাল বুধবার (৯ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৮৬ রানে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের পার্থক্য কতটুকু।
তাসকিন বলেন, ‘ভারত জানে কীভাবে বড় ইনিংস করতে হয়। ১৮০-১৯০ তাদের কাছে সাধারণ ব্যাপার। তারা রেগুলার এটি করে। আমাদের কাছে ১৩০-১৪০ যেমন, তাদের কাছে ১৮০-১৯০ এমন। ভারতের ক্রিকেটাররা ছোট থেকে ভাল মাঠ, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিয়ে নিজেদের সেভাবে গড়ে তোলে। আশা করি, আমাদের হোম কন্ডিশন আরও ভাল হবে। তাছাড়া, বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলারও একটা ব্যাপার আছে। আসলে, উন্নতির অনেক জায়গাই আছে।’
এর আগে ম্যাচ হারের কারণ হিসেবে তাসকিন বলেন, ‘পাওয়ার প্লেতে আমরা ভাল শুরু করেছিলাম। শেষ দিকে ভারত বেশ ভাল ব্যাটিং করেছে। আমাদের স্পিনারদেরও খারাপ দিন গেছে। এই উইকেটে যদি ১৮০-১৯০ রানে আটকানো যেত, রান তাড়া করা যেত। হয়তো আমরা ভাল ব্যাটিং করতে পারিনি, তবে এই উইকেটটা ব্যাটিংয়ের জন্য চমৎকার। ভারত বড় রান সংগ্রহ করায় মূলত আমরা হেরে গেছি। আমাদের ব্যাটারদেও ব্যর্থতা ছিল, তারা ভাল ব্যাটিং করতে পারেনি।’