একাদশে বাংলাদেশের দুই, ভারতের এক পরিবর্তন
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। সেই অর্থে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। তবে, মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচ হওয়ায় জয় তুলতে মরিয়া নাজমুল শান্তর দল। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে।
এই ম্যাচে দুই দলের একাদশে এসেছে বেশকিছু পরিবর্তন। বাংলাদেশ একাদশে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী। আর জাকির আলী অনিকের পরিবর্তে খেলছেন তানজিদ তামিম। আর ভারত নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় সুযোগ দিয়েছে নতুনদের। পেসার আর্শদীপের পরিবর্তে সুযোগ পেয়েছেন রবি বিষ্ণুই।
সাত বছর আগে এই মাঠেই প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। এছাড়া আর কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই এই ভেন্যুতে। তবে এই হায়দরাবাদেরই লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক জয় পায় বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে জেতার শেষ সুযোগ চলতি সফরে। সিরিজ ইতোমধ্যে নিশ্চিত করার পর ভারত এই ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করার পাশাপাশি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই নামবে।
বাংলাদেশ দল : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : অভিষেক শর্মা, সানজু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিংহ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও রবি বিষ্ণুই।