বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও নেই বাভুমা
বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি টেম্বা বাভুমা। স্কোয়াডে থাকলেও চোটের কারণে মাঠে নামা হয়নি দক্ষিণ আফ্রিকা অধিনায়কের। ঢাকা টেস্টের পর এবার চট্টগ্রাম টেস্টেও নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না প্রোটিয়ারা। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাভুমার না থাকার বিষয়টি আজ শুক্রবার (২৫ অক্টোবর) জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
বাভুমার দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা দলের কোচও। দলটির প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট খেলার মতো শারীরিক অবস্থা নেই বাভুমার। তবে, দ্বিতীয় টেস্টের দলে তাকে রাখা হবে কি না সে ব্যাপারে নিশ্চিত করেননি কনরাড।
কনরাড বলেন, ‘আমাদের চিকিৎসক দলের মতে বাভুমা এখনও শারীরিকভাবে ফিট হয়ে ওঠেনি। তাই, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে তাকে রাখা হচ্ছে না। তার পুনর্বাসন চলছে। সে খুব দ্রুত সেরে উঠছে। তবে, আমরা এখনও সিদ্ধান্ত নেইনি তাকে দলের সঙ্গে রাখা হবে না কি দেশে পাঠাব।’
বাভুমার অনুপস্থিতিতে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। মার্করামের নেতৃত্বে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। চট্টগ্রাম টেস্টে জিতলে কিংবা ড্র করলেও সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা। দুই টেস্ট সিরিজে তারা এগিয়ে আছে ১-০ ব্যবধানে।