বাংলাদেশকে কাঁপিয়ে নতুন আফগান সেনসেশনের স্বপ্নপূরণ
বয়সটা কম। অভিজ্ঞতা নেই বললেই চলে। তবুও শারজাহতে একেকবার একেক রূপে ধরা দিলেন আল্লাহ মোহাম্মাদ গাজানফার। কখনও উইকেট নিয়ে হাওয়ায় ভাসছিলেন। কখনও উইকেট নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ‘Siuuu’ করে উদযাপন করলেন। কখনও আবার উচ্ছ্বাসে লাফিয়ে উঠলেন। এমন ছয়-ছয়বার তরুণ এই আফগান সেনশেসনের উদযাপন দেখল বাংলাদেশ ক্রিকেট দল।
কিছু বুঝে উঠার আগেই বাংলাদেশি ব্যাটাররাদের ঘোল খাইয়ে দিলেন এই ১৮ বছর বয়সী তরুণ। মাত্র ২৬ রান খরচায় ৬ উইকেট তিনিই মূলত ধসিয়ে দিলেন বাংলাদেশকে। এই তরুণের ম্যাজিকে আফগানিস্তানও পেয়েছে বড় জয়। নিজের সাফল্য ও দলের জয়—দুইয়ে মিলে আনন্দের ভেলায় ভাসছেন আল্লাহ মোহাম্মাদ গাজানফার। এ যেন তার স্বপ্ন পূরণের রাত। ম্যাচ শেষে জানালেন তেমনটাই।
প্রথমবার দেশের জার্সিতে ৫ উইকেট পাওয়ার পর গাজানফার বলেছেন, ‘আমি যখন প্রথম স্পেলে বোলিং করতে আসি, ছন্দ ভালোই ছিল। একটি উইকেট পাই। কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফেরার কথা চিন্তা করেছি এবং আমি তা পেরেছি। চেষ্টা করেছি, দলের জয় আনতে পেরেছি। দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের স্বপ্ন। আমারও স্বপ্ন ছিল, যেটা আজ পূরণ হয়েছে।’
দলটির অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদিও প্রশংসায় ভাসান ১৮ বছর বয়সী তরুণকে। গাজানফারের প্রতিভা নিয়ে আফগান অধিনায়ক বলেছেন, ‘সে স্পেশাল এক প্রতিভা। ভালো ছেলে। আফগানিস্তানের হয়ে তার ভবিষ্যৎ ভালো। তার ওপর আমি বিশ্বাস রেখেছি। এজন্যই সে দলে আছে এবং খেলছে।’