‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম, নিজেই জানিয়ে দিলেন রোনালদো
‘আমার নতুন অতিথি...অতি গোপনীয়’ কদিন আগে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওতে এমনটাই বলেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকেই জল্পনা তুঙ্গে। অনেকেরই ধারণা ছিল সেই অতিথি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যদিও বাস্তবে তেমনটা দেখা গেল না।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৮টায় রোনালদোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেই অতিথি আর কেউ নন, ইউটিউবের সবচেয়ে বড় তারকা মিস্টার বিস্ট। যার সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০০ মিলিয়নেরও বেশি।
এর আগে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দের সঙ্গে রোনালদোর কথোপকথন। সেই কথোপকথনের এক পর্যায়ে নিজের পরবর্তী অতিথি নিয়ে রোনালদো বলেন, ‘আমরা ইন্টারনেট ভেঙে দিতে যাচ্ছি। রোনালদো শুধু এটুকুই বলেছিলেন যে তার এই অতিথি ফার্দিনান্দের চেয়েও বেশি জনপ্রিয়। এরপরই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনাকল্পনা।
ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানোর আদলে ব্ল্যাক ফাব্রিজিও নামের একটি প্রোফাইল থেকে মেসি-রোনালদোর ছবি পোস্ট করে লেখা হয়, ‘এটা ইন্টারনেট ভেঙে দিবে।’তবে ফাব্রিজিও রোমানো তার প্রোফাইলে মন্তব্য করেননি কোনো। তবুও অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নেয়।
গত আগস্টে ইউটিউব দুনিয়ায় পা রাখা রোনালদোর সাবস্ক্রাইবার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চ্যানেল খোলার প্রথম ৯০ মিনিটের মধ্যেই তার সাবস্ক্রাইবার ১ মিলিয়ন ছাড়িয়ে যায়, এখন যা ৬৮ মিলিয়নের ঘরে। সব প্লাটফর্ম মিলিয়ে ৯০০ মিলিয়নের বেশি অনুসারী পর্তুগিজ ফুটবলারের। এর মধ্যে ইনস্টাগ্রামে ৬৪৩, ফেসবুকে ১৭০ ও টুইটারে অনুসারী ১১৩ মিলিয়ন।