রোনালদো এখনও রিয়াল মাদ্রিদের এক নম্বর তারকা : এমবাপ্পে

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, যিনি বড় হয়েছেন দেওয়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টার টাঙিয়ে। যার পদচারণা অনুসরণ করে রিয়াল মাদ্রিদেও এসেছেন তিনি। শৈশবের স্বপ্নের তারকার পথ ধরে রিয়ালের নতুন তারকা এখন এমবাপ্পে। তবে তিনি মনে করেন, রোনালদো এখনো রিয়াল মাদ্রিদে সবচেয়ে বড় নাম। সদ্য প্রকাশিত এক সাক্ষাৎকারে এই ফরাসি ফরোয়ার্ড রোনালদোকে নিজের আদর্শ ও পরামর্শদাতা হিসেবে উল্লেখ করেছেন।
রিয়ালে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত নয় বছরে ৪৫০ গোল করেন রোনালদো। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। চারটি চ্যাম্পিয়নস লিগসহ ১৬টি শিরোপাও এনে দিয়েছেন মাদ্রিদকে। এমবাপ্পেও তার ‘রোল মডেল’ রোনালদোর পথ ধরেই এগোতে চান।
রোববার (১২ অক্টোবর) ‘মুভিস্টার’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘ক্রিস্টিয়ানো সবসময়ই আমার আদর্শ। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন। আমি মনে করি, রিয়ালে এখনো তিনি নম্বর ওয়ান। তিনি মাদ্রিদের জন্য অনেক কিছু করেছেন। ভক্তরা এখনো রোনালদোর স্বপ্ন দেখে। তবে আমি চাই নিজের পথ নিজেই তৈরি করতে।’
২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকে ৪৪ গোল করেন এমবাপ্পে। চলতি মৌসুমেও এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৪। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও গত মৌসুমে বড় কোনো শিরোপা জেতেনি রিয়াল। চলতি লা লিগা মৌসুমে তারা আট ম্যাচে শীর্ষে থাকলেও গত মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচে ৫-২ ব্যবধানে হেরে যায়।
এ প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘তারা (আতলেতিকো মাদ্রিদ) ডার্বি ম্যাচ খেলতে এসেছিল, আমরাও খেলেছি। কিন্তু আমরা লড়াই, বল দখল বা ক্রসে কোনভাবে তাদের চাপে ফেলতে পারিনি। ওরা সব দিকেই জিতে গিয়েছিল। এমন ম্যাচ জেতা কঠিন।’
সাম্প্রতিক ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ফ্রান্সের হয়ে একটি গোল করেছেন এমবাপ্পে। তবে খেলার শেষ দিকে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন। আগের সপ্তাহেও রিয়ালের হয়ে খেলতে গিয়ে একই জায়গায় আঘাত পেয়েছিলেন তিনি।
বিশ্বকাপে ফ্রান্স অন্যতম ফেভারিট হলেও, ২০১৮ বিশ্বকাপজয়ী ও ২০২২-এর রানার্স-আপ এমবাপ্পে মনে করেন ইউরোপে স্পেন সবচেয়ে শক্তিশালী দল । তিনি বলেন, ‘আমার মতে, এখন ইউরোপের সেরা দল স্পেন। তবে বিশ্বকাপ তো ভিন্ন কিছু।’
রিয়ালে আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে এমবাপ্পের বোঝাপড়া নিয়েও সমালোচনা হয়েছে। কারণ, দুজনেই বাম পাশে খেলতে পছন্দ করেন। ভিনিসিয়াসকে নিয়ে জিজ্ঞোসা করা হলে এমবাপ্পে বলেন, ‘এক দলে দুজন তারকা খেলছে – এটা তো পত্রিকার বিক্রি বাড়ায়! তবে সত্যি কথা হলো, ভিনিসিয়ুসের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। এ বছর তো আরও ভালো, কারণ আমরা একে অন্যকে আরও ভালোভাবে চিনে গেছি।’