বিপিএল মিউজিক ফেস্টে কত পারিশ্রমিক নিচ্ছেন ফাতেহ আলী?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে বর্ণাঢ্য করতে চেষ্টার কমতি নেই বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবির। সেই লক্ষ্যে আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। যেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ রাহাত ফাতেহ আলী খান। এবার জানা গেল মিউজিক ফেস্টের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মিউজিক ফেস্টে রাহাত ফাতেহ আলী খান ছাড়াও মঞ্চ মাতাবেন বাংলাদেশের মাইলস, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ড। মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে বিপিএলের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম এবং সিলেটেও হবে। যদিও সেখানে রাহাত ফাতেহ আলী খান থাকছেন না।
বিপিএলের মিউজিক ফেস্টে পারফর্ম করতে রাহাত ফাতেহ আলী খান বিসিবির কাছ থেকে নিচ্ছেন প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা। মার্কিন মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় পারফরম্যান্স ফি হিসাবে রাহাত ফাতেহ আলী খানকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়।
পরবর্তীতে এই বিষয়ে বিসিবিপ্রধান ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফাতেহ আলী খানের পেছনে।
এর আগে, গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে গান পরিবেশনা করেন রাহাত ফাতেহ আলী খান। সেখানে বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন তিনি।
এদিকে, ঢাকায় হতে যাওয়া ফেস্টের টিকিটের মূল্য কমিয়েছে বিসিবি। শনিবার এক বিবৃতির মাধ্যমে আসন্ন ফেস্টের জন্য মূল্য পুনর্নির্ধারণ করেছে বিসিবি। সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডে ওই দামের টিকিটে এই অনুষ্ঠান উপভোগ করা যাবে। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০, সিলভার সিট ৪০০০, গোল্ড সিট ৬০০০ এবং প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের মূল্য সর্বোচ্চ ৮০০০ টাকা নির্ধারিত হয়েছে।