ক্রীড়াঙ্গনে নতুন বছর পূর্ণ হোক সাফল্যের আলোয়
সকালের সোনালি রোদে নতুন আলো নিয়ে এসেছে কালের পাতা। ২০২৪ শেষ করে ২০২৫ এর যাত্রা শুরু। একটি শেষ মানে আরেকটি নতুন শুরুর অপেক্ষা। ২০২৪ সালে দেশের ক্রীড়াঙ্গনে ঘটেছে অনেক কিছু। সাফল্য এসেছে, সমান্তরালে এসেছে বিতর্ক। নতুন বছরে বিতর্ককে পাশ কাটিয়ে সাফল্যের আলো ধরা দিক সবুজ ঘাস কিংবা নীল টার্ফে।
দেশের মানুষের আবেগের অনেকটা জায়গা নিয়ে আছে ক্রিকেট। চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তা দিয়ে শুরু হবে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের পথচলা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের কাছ থেকে ব্যর্থতা নয়, সাফল্যের স্বাদ নিতে চায় ক্রিকেটপ্রেমীরা।
ফুটবলে নারীরা আলো ছড়িয়েছেন ২০২৪ সালে। সেই ধারা অব্যাহত রাখতে চান আসছে দিনে। তারা চান একটু বেতনভাতা ও আর্থিক সুবিধা। তাহলে নিজেদের আরও সুন্দরভাবে মেলে ধরতে পারবেন বলে নারীদের বিশ্বাস। তাদের প্রতি আস্থা আছে সবার। ফুটবলে এই বছর বাংলাদেশ আশার আলো দেখবে হামজা চৌধুরীকে ঘিরে। ইংলিশ বংশোদ্ভুত এই ফুটবলারের বাংলাদেশের জার্সিতে খেলতে কোনো বাধা নেই। অপেক্ষা কেবল মাঠে নামার।
হকিতে ঘটছে জাগরণ। প্রথমবারের মতো হকির বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। তারাও চান একটু সদয় দৃষ্টি আর ভক্তদের সমর্থন। তাহলে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানোর প্রত্যয় হকির যুবাদের কন্ঠে।
অন্যান্য খেলাগুলোর মধ্যে দাবা, আর্চারি, ভারোত্তোলন সবসময় সাধ্যের মধ্যে সবটুকু চেষ্টা করে। সংশ্লিষ্ট বোর্ডের সহায়তা পেলে বিদেশি কোচের অধীনে ভালো প্রশিক্ষণ পেলে তারাও পারে বাংলার মুখ উজ্জ্বল করতে। সবমিলিয়ে, গোটা ক্রীড়াঙ্গণে প্রাণ আসুক, জোয়ার আসুক সব খেলায় সবসময়।