নতুন বছরে ভক্তদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
প্রহর শেষে নতুন ভোরের দেখা। তার আগেই আগমন ঘটেছে নতুন বছরের। ২০২৫ সাল এসেছে। পুরোনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সবার প্রতি জানিয়েছে নববর্ষের শুভেচ্ছা। বিসিবি জানিয়েছে, নতুন বছরে আনন্দ ও সমৃদ্ধি আসুক সবার জীবনে। অনেক অনেক শুভকামনা।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল সবার উদ্দেশে লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
লিটন দাস বলেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতায় পেছনে ফিরে, সামনে তাকাই আশা নিয়ে। আশা করি, ২০২৫ সবার চমৎকার কাটবে।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমার সব ভক্ত ও সমর্থকদের নতুন বছরের শুভেচ্ছা। ২০২৫ আপনার জীবনে বয়ে আনুক অফুরান আনন্দ, সাফল্য ও উৎসবের উপলক্ষ। আমাকে শক্তি দেওয়ায় ধন্যবাদ আপনাদের।’
তরুণ তারকা তানজিদ তামিম নতুন বছরের শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘গোটা বছরটি বিজয়, উল্লাস ও অবিস্মরণীয় মুহূর্তে কাটুক, এই প্রত্যাশা সবার প্রতি। একটি নতুন শুরু ও অফুরন্ত সম্ভাবনা নিয়ে হাজির হলো ২০২৫।’