এবারের বিপিএলে প্রথম শতক এলো উসমানের ব্যাটে
চলমান বিপিএলে এর আগে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আজ শুক্রবার (৩ জানুয়ারি) আসরের সপ্তম ম্যাচে মাঠে নামে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ১০৫ রানের বড় জয় তুলে নেয় চিটাগং।
চিটাগংয়ের জয়ের পেছনে বড় অবদান ছিল ওপেনার উসমান খানের। পাকিস্তানি এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৬২ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস। দলও পায় ২১৯ রানের বিশাল সংগ্রহ। ১৯৮.৩৮ স্ট্রাইক রেটে ইনিংসটি উসমান সাজান ১৩টি চার ও ছয়টি ছক্কায়। এর মধ্য দিয়ে বিপিএলের একাদশ আসর পেল প্রথম সেঞ্চুরির দেখা।
উসমানের শতকটি বিপিএল ইতিহাসে ৩৩তম। ম্যাচে ২১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন উসমান। শতরানে পৌঁছাতে অবশ্য কিছু বল বেশি খেলেন। পরের ৫০ আসে ২৭ বলে। ৪৮ বলে প্রবেশ করেন সেঞ্চুরির ঘরে। উসমানের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এটি।
বিপিএলে এবারই প্রথম সেঞ্চুরি করেননি উসমান। এর আগে ২০২৩ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে শতরান করেন তিনি। মিরপুরে সেবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৩ রান করেছিলেন এই ব্যাটার। এবারেরটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
চলতি বিপিএলে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৪ রান পর্যন্ত যেতে পেরেছিলেন দুর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বি। মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন রাব্বি।