ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় প্রস্তাব পেতে যাচ্ছেন ভিনিসিয়াস
ভিনিসিয়াস জুনিয়রের বৃহস্পতি এখন তুঙ্গে। ব্রাজিলিয়ান এই তারকাকে সময়ের সেরা ফুটবলার বললে বাড়িয়ে বলা হবে না। মাঠের ফুটবলে রাখছেন প্রতিভার ছাপ, সম্প্রতি জিতেছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাবও। রিয়াল মাদ্রিদের জার্সিতে একদিন আগে স্পর্শ করেছেন শত গোলের মাইলফলক।
সময়ের সেরা তারকাকে পেতে অবিশ্বাস্য এক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের ক্লাব আল-আহলি। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আল-আহলির প্রস্তাবটি হতে যাচ্ছে দলবদলের বাজারে ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড়। ভিনিসিয়াসকে পেতে রিয়াল মাদ্রিদকে আল-আহলি দিতে চলেছে ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলারের লোভনীয় প্রস্তাব। যা ভিনিসিয়াসকে বানাবে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।
এখনও প্রাথমিক পর্যায়ে থাকা বিষয়টি সত্যি হলে ভিনির মূল্য দাঁড়াবে বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার ২০০ কোটি টাকার ওপরে। যেটি অবিশ্বাস্য বললেও কম বলা হবে। তবে ভিনিকে পেতে কেবল আল-আহলি নয়, সৌদি প্রো লিগের আরও দুটি দল আগ্রহ প্রকাশ করেছে। যেখানে শোনা যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসের ও নেইমারের আল-হিলালের নাম।
গত বছরের আগস্টে ভিনিসিয়াসের জন্য মাদ্রিদের কাছে প্রস্তাব দিয়েছিল কয়েকটি সৌদি ক্লাব। কিন্তু এর আগেই ভিনির সঙ্গে চুক্তি নবায়ন করে স্প্যানিশ ক্লাবটি। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকার কথা ভিনির। থাকার কথা, কারণ সবসময় বড় প্রস্তাব ফিরিয়ে দেওয়া মুশকিল।