বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে কতটা খুশি অধিনায়ক?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/shanto-practice-bcb.jpg)
আইসিসির কোনো ইভেন্ট এলে বাংলাদেশ দলের স্কোয়াড নিয়ে নানা আলোচনা হয়। এবার অবশ্য সেভাবে হয়নি কোনো নেতিবাচক আলোচনা। লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে ফর্মহীনতার কারণে। দলে নেই সাকিব আল হাসানও। তবে, যারা আছে তাদের নিয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অপেক্ষা আর এক সপ্তাহের। এরপর মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। সর্বশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার দলের প্রত্যাশা আরও বেশি। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক।
শান্ত বলেন, ‘প্রত্যেকটা খেলোয়াড় খুব গুরুত্বপূর্ণ। আমাদের দলের প্রত্যেক খেলোয়াড়ের সামর্থ্য আছে একা ম্যাচ জেতানোর। যেদিন যে খেলোয়াড় ভালো খেলবে, সে যেন দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাতে পারে। মাঠের ভেতরে পরিস্থিতি অনুযায়ী যেন পরিকল্পনা করতে পারে। সবাই মিলে দল হয়ে খেলতে পারলে যেকোনো দলকে আমরা হারাতে পারব। দল নিয়ে আমি খুব খুশি।’
দলে ভারসাম্যের কথাও উল্লেখ করেছেন শান্ত। বাংলাদেশ তিন বিভাগেই ভালো করবে, এমন প্রত্যাশা তার। সবাইকে দায়িত্বশীল বলেও আখ্যা দেন তিনি।
শান্ত বলেন, ‘একটা সময় আমাদের দেশে রিস্ট স্পিনার (লেগ স্পিনার) ছিল না। এখন রিশাদ আছে। পেস বোলিংয়ে আমরা ভালো করছি। সবাই দায়িত্ব নিয়ে খেলছে। সবমিলিয়ে আমার মনে হয় ভারসাম্যপূর্ণ একটি দল হয়েছে।’