ত্রিদেশীয় সিরিজ জিতে প্রস্তুতি সারল কিউইরা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/15/sportd.jpg)
আর দিন তিনেক পরই পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির। মেগা এই আসরটি শুরুর আগে নিউজিল্যান্ডের প্রস্তুতিটাও দারুণ হলো। স্বাগতিক ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করে নিল কিউইরা। ২০ বছর পর কোনো সাদা বলের টুর্নামেন্টের ট্রফি জেতার স্বাদ পেল নিউজিল্যান্ড।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) করাচিতে ফাইনালে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪৩ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে, ৪৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা। ব্যাট হাতে মিচেল ৫৭ ও লাথাম ৫৬ রান করেন। সিরিজে তিন ম্যাচের সবকটি জিতল তারা।
পাকিস্তানের হয়ে লড়াইটা করেছেন শুধু মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘা ও তাইব তাহির। ইনিংসের সর্বোচ্চ ৪৬ রান এসেছে রিজওয়ানের ব্যাট থেকে। আঘা করেছেন ৪৫, তাহিরের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। শেষ পর্যন্ত ২৪২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
নিউজিল্যান্ড লক্ষ্য ছুঁয়ে ফেলে ২৮ বল বাকি থাকতেই। ৫৮ বলে ৬ চারে ৫৭ রান করেন মিচেল। এই সিরিজের আগের দুই ম্যাচসহ সবশেষ তিন ইনিংসে শূন্য রানে ফেরার পর এবার ৬৪ বলে ৫৬ রান করেন ল্যাথাম। চোটের কারণে লকি ফার্গুসনকে পুরো সিরিজে, বেন সিয়ার্স, ম্যাট হেনরি ও রাচিন রাভিন্দ্রাকে ফাইনালে পায়নি নিউজিল্যান্ড। তারপরও দাপট দেখিয়েই ট্রফি জিতল তারা।
এই জয়ে ২০০৫ সালের পর প্রথমবার সাদা বলের টুর্নামেন্টের শিরোপা জিতল নিউজিল্যান্ড। ২১ শতকে সাদা বলের ক্রিকেটে এটি ছিল তাদের ১৩তম ফাইনাল। এর মাঝে মাত্র ৫বার শিরোপা জিতেছেন কিউইরা। আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।