মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে নিউজিল্যান্ড, প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। নিশ্চয়ই বড় ধরণের পরিকল্পনা ছিল কিউইদের। তবে, তাতে ছেদ পড়েছে। টুর্নামেন্ট শুরুর একদিন আগে ছিটকে গেলেন দলের অন্যতম বড় তারকা লোকি ফার্গুসন। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড ক্রিকেটে বোর্ড নিশ্চিত করেছে ফার্গুসনের বিষয়টি।
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে নিউজিল্যান্ড। এর আগে দলের নিয়মিত পেসার ফার্গুসনকে হারানোটা দুঃসংবাদই বটে। ফার্গুসনের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার কাইল জেমিসন। জেমিসন সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে, ২০২৩ সালের সেপ্টেম্বরে।
ডান পায়ের চোটে টুর্নামেন্ট শেষ হয়েছে ফার্গুসনের। তার না থাকায় হতাশ নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। ফার্গুসনের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। পাশাপাশি তাকে না পাওয়াটা দলের জন্য ক্ষতি বলেও মনে করেন ব্ল্যাকক্যাপদের কোচ।
গ্যারি স্টিড বলেন, ‘লোকি আমাদের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাকে হারানোটা হতাশাজনক। বড় টুর্নামেন্টে তার অভিজ্ঞতা আমাদের জন্য প্রয়োজন ছিল। আমরা জানি, দেশের প্রতিনিধিত্ব করার জন্য সে কতটা মুখিয়ে ছিল। কিন্তু, এখন তার দ্রুত সেরে ওঠার প্রার্থনা করা ছাড়া আমাদের কিছু করার নেই। জেমিসনকে নিয়েও আত্মবিশ্বাসী। আশা করি, সে ভালো করবে।’