৩৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ছিল আজ। প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে। এরপর ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে ৩৯ বছরের রেকর্ড ভেঙেছে কিউইরা।
আজ শুক্রবার (৮ আগস্ট) দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৬০১ রান তুলেছে নিউজিল্যান্ড। এই রান তুলতে কিউইদের তিন ব্যাটার ছাড়িয়েছেন দেড়শ রানের ঘর। ডেভন কনওয়ে ফিরেছেন ১৫৩ রানে। চারে নেমে টেস্ট ক্রিকেটে দশম সেঞ্চুরি পূরণ করে ২৪৫ বলে ১৫০ রানে অপরাজিত আছেন হেনরি নিকোলস। আর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরন করে ১৩৯ বলে ১৬৫ রানে অপরাজিত রাচিন রবীন্দ্র। এতেই ৩৯ বছর আগের রেকর্ড স্পর্শ করেছে কিউরা।
এর আগে টেস্ট ক্রিকেটে একই ইনিংসে তিন ব্যাটার ১৫০ রান স্পর্শ করেছে দুইবার। প্রথমবার এই কীর্তি গড়েছিল ইংল্যান্ড। ১৯৩৮ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে দেড়শ স্পর্শ করছিলেন লিওনার্ড হাটন, মরিস লেল্যান্ড ও জো হার্ডস্টাফ।
৩৯ বছর আগে ১৯৮৬ সালে দ্বিতীয়বার এই কীর্তি গড়েছিল ভারত। কানপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দেড়শ স্পর্শ করেছিলেন সুনীল গাভাস্কার, মোহাম্মদ আজহারউদ্দিন ও কপিল দেব। ৩৯ বছর পরে এসে তৃতীয় দেশ হিসেবে সেই তালিকায় নাম লেখাল নিউজিল্যান্ড।
বুলাওয়েতে আজ দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের প্রাপ্তি শুধুই দুই উইকেট। এর বাইরে পুরো দিন তাদের কঠিন সময় পার করতে হয়েছে কিউই ব্যাটারদের সামনে। দিনের শুরুর দিকেই জিম্বাবুয়ে ফেরায় আগের দিন নাইট ওয়াচম্যান হিসেবে নামা জ্যাকব ডাফিকে। তার সঙ্গে ৭৪ রান নিয়ে দিন শুরু করা কনওয়ে তুলে নেন নিজের পঞ্চম সেঞ্চুরি। ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হওয়ার আগে করেছেন ১৫৩ রান।
এরপর জুটি গড়েন হেনরি নিকোলস আর রাচিন রবীন্দ্র। দিনের বাকি সময় অনায়াসে কাটিয়ে দেন এই দুজন। চতুর্থ উইকেটে অপরাজিত ২৫৬ রানের জুটি গড়েছেন রবীন্দ্র আর নিকোলস। মাঝখানে সেঞ্চুরি তুলে নিয়ে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছেন দুজনই।
দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ১২৫ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ে পিছিয়ে ৪৭৬ রানে। আরও একবার হয়তো ইনিংস ব্যবধানে হারের চিন্তা তাড়া করে বেড়াবে তাদের। প্রথম ইনিংসের পারফরম্যান্স অন্তত তাই বলে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৪৮.৫ ওভারে ১২৫/১০
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৩০ ওভারে ৬০১/৩ (কনওয়ে ১৫৩, ইয়াং ৭৪, জ্যাকব ৩৬, নিকোলস ১৫০*, রবীন্দ্র ১৬৫*; মুজারাবানি ২৪-৫-১০১-১, তানাকা ১৭-৩-৯৪-০, ট্রেভর ১৯-০-১৩১-১, উইলিয়ামস ১৪-১-৩৭-০, মাসাকেসা ১৯-০-১০৪-১, সিকান্দার রাজা ২৬-৩-৭৩-০, বেনেট ১১-০-৪৩-০)

স্পোর্টস ডেস্ক