তামিমের সুস্থতা প্রার্থনায় মাশরাফীর বার্তা

তামিম ইকবালের অসুস্থতার খবরে থমথমে পরিবেশ বিরাজ করছে দেশের ক্রিকেটাঙ্গনে। আজ সোমবার (২৪ মার্চ) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হলে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। এনজিওগ্রামে তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। ফলে, বসানো হয় রিং।
এখন অবশ্য আগের চেয়ে ভালো আছেন তামিম। কয়েক ঘন্টার ব্যবধানে জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের। চোখ খুলেছেন তিনি। কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। ডাক্তাররা জানিয়েছেন, তিনি এখন আগের তুলনায় শঙ্কামুক্ত।
এদিকে তামিমের অসুস্থতার খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনা করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের সাবেক অধিনায়ক নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিমের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে মাশরাফী লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে, ইন শা আল্লাহ।’
তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তামিমকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছেন বড় ভাই নাফিস ইকবাল ও স্ত্রী আয়েশাসহ অন্যান্য সদস্যরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ অন্যান্য কর্মকর্তারাও গিয়েছেন হাসপাতালে।