২০৩৫ বিশ্বকাপের আয়োজক হতে চায় স্পেন

নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০২৩ সালে প্রথমবারের মতো বিশ্বসেরার তকমা পায় দলটি। এবার তারা আগ্রহ প্রকাশ করেছে ২০৩৫ সালের নারী বিশ্বকাপের আয়োজক হতে। ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনে পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি স্পেনও স্বাগতিক হতে চায়। দেশগুলোর সঙ্গে যৌথভাবে বিডে অংশ নেবে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। আজ রোববার (৩০ মার্চ) এমন খবরই দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম দি অলিভ প্রেস।
আরএফইএফ-এর সভাপতি রাফায়েল লুজান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর ফিফা বিশ্বকাপ। এখানে অংশগ্রহণই শুধুমাত্র নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে না, যদি বাড়তি হিসেবে স্বাগতিক হওয়া যায় তবে এর এগিয়ে যাওয়া নিশ্চিত করা যাবে। আমরা বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করছি।’
সাম্প্রতিক সময়ে নারী ফুটবলকে ঘিরে বেশ কিছু ঘটনার জেরে স্পেনের গ্রহণযোগ্যতা কমেছে অনেকটা। তাই, পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে ২০৩৫ বিশ্বকাপের বিডে অংশ নিতে চায় দেশটি।
সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে বরখাস্ত করা হয় ২০২৩ সালের বিশ্বকাপের পর। স্পেনের তারকা খেলোয়াড় জেনিফার হারমোসোকে বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকস্মিক চুমু দেওয়ার ঘটনা রুবিয়ালেসকে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি করেছিল। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে বর্তমান সভাপতি লুজান যোগ দেন।

২০২৫ নারী বিশ্বকাপে বিড করার আগে ২০৩০ পুরুষ বিশ্বকাপের স্বাগতিক হয়েছে স্পেন। মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে শতবর্ষী টুর্নামেন্টটি আয়োজন করবে ২০১০ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।