সিলেট টেস্ট
আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
চার মাসেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশ হারের মুখ দেখেছে লঙ্কানদের বিপক্ষে। এবার টাইগাররা ঘরের মাঠে ঘুড়ে দাঁড়াতে চায়। সেই লক্ষ্যেই আজ মঙ্গলবাল (১১ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে। এই ম্যাচে টসে হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়। এর আগে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।
সিলেটে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচের স্মৃতিও অবশ্য মধুর নয়। চলতি বছরের এপ্রিলে কয়েক বছর ধরে জয়হীন থাকা জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য ফুটে ওঠেছিল ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন ক্রিকেট খেলা।
তবে আইরিশদের চেয়ে এগিয়ে থেকেই এ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, এর আগে দুই দল মাত্র একটি টেস্টে মুখোমুখি হয়েছিল। ২০২৩ সালে মিরপুরে খেলা সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে।
বাংলাদেশের জন্য এই সিরিজটি বিশেষ দুটি কারণে। গতকাল সোমবার (১০ নভেম্বর) নিজেদের টেস্ট ইতিহাসের ২৫ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই দিনটিকে বিশেষভাবে রাঙিয়ে রাখতে চাইবেন ক্রিকেটাররা। অন্যদিকে, এই সিরজের দ্বিতীয় টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করতে যাচ্ছেন মুশফিকুর রহিম।

স্পোর্টস ডেস্ক