দেশে এসেই যে বার্তা দিলেন হামজা
হামজা চৌধুরীর ঢাকায় পৌছার কথা ছিল দুপুর ১২টায়। কিন্তু ফ্লাইট মিস করে এলেন সন্ধ্যায়। কয়েকদিন আগে থেকেই নভেম্বর উইন্ডোর ম্যাচের জন্য ক্যাম্প করছিল বাংলাদেশ। ক্যাম্পের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছিল দল। হামজাও গিয়ে যোগ দিলেন সেখানে।
আজ সোমবার (১০ নভেম্বর) দলের সঙ্গে যোগ দিয়েই সমর্থকদের বার্তা দিলেন হামজা। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন লেস্টার সিটিতে খেলা বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
নভেম্বর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে প্রীতি ম্যাচে। এরপর ১৮ নভেম্বর এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে।
আরও পড়ুনঃ ৬ মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের গ্যালারির টিকিট
আগের ম্যাচগুলোতে ব্যর্থতার কারণে এশিয়ান কাপের বাছাই থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। চার ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। এই দুই দলেরই বাছাই পেরুনোর আশা শেষ হয়ে গেছে তৃতীয় রাউন্ডের পর।
আরও পড়ুনঃ ফ্লাইট মিস করেছেন হামজা চৌধুরী
তবে ম্যাচটি ভারতের বিপক্ষে জন্যই বাড়তি রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন হামজা। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে ঢাকায় ফিরেছিল বাংলাদেশ। তবে এবার ঘরের মাঠে ভারতকে হারানোর কথা জানালেন হামজা। তিনি বলেন, ‘ইনশাল্লাহ ভারতের সঙ্গে আমরা জিতমু (জিতব)। দেশের জন্য এটা বড় ম্যাচ। আমরা সবাই রোমাঞ্চিত।’
আরও পড়ুনঃ অবশেষে ঢাকায় পৌঁছেছেন হামজা
হামজাকে বিমান বন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। সেই অভ্যর্থনায় হামজাও দারুণ খুশি। হামজা বলেন, ‘দারুণ অভ্যর্থনা পেলাম। আবারও ঢাকায় ফিরে আসতে পেরে খুশি লাগছে। ভারতের সাথে ম্যাচ হবে, এর আগে নেপালের সাথে একটা ওয়ার্ম-আপ (প্রীতি ম্যাচ) ম্যাচ হবে, সবাইকে ইতিবাচক থাকতে হবে। সবশেষ ম্যাচে আমরা জিততে পারিনি, কিন্তু উন্নতি দেখিয়েছি।’

স্পোর্টস ডেস্ক