টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ

ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সুখের রেশ কাটতে না কাটতে আবারও নেমেছে মাঠের লড়াইয়ে। ঘরের মাঠে এবার প্রতিপক্ষ পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ রোববার (২০ জুলাই) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ২২টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি। এই তিনটি জয়ের দুটি এসেছে শেরেবাংলায়। শেষ জয় যদিও প্রায় ৯ বছর আগে এসেছিল, ২০১৬ সালে। গত ৯ বছর বাংলাদেশ পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি। ২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ জিতলেও সেটি ছিল দুদলের দ্বিতীয় সারির দল।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘পাকিস্তানে যখন অ্যাওয়ে খেলতে যাই, চিন্তাধারা ছিল আমরা জেতার জন্য খেলব। জিততে পারিনি। দুর্ভাগ্যবশত কিছু ভুল হয়েছিল। আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচ হারার পর ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। প্রত্যেক খেলোয়াড়ের কনফিডেন্স বেড়েছে। তবে, দল আলাদা। পরিস্থিতি আলাদা। ভালো ক্রিকেট খেলতে হবে। মনোযোগ ধরে রাখতে হবে। মনোযোগ ধরে রাখাটা বিশেষ জরুরি।’
পাকিস্তান অধিনায়ক আগা সালমান সমীহ করছেন স্বাগতিকদের। ঘরের মাঠে বাংলাদেশ চ্যালেঞ্জ জানাবে বলেও মনে করেন তিনি। সালমান বলেন, ‘যে কোনো স্টেডিয়ামে, যে কোনো দেশে বাংলাদেশ খুবই ভালো দল। আর যখন তা ঘরে, তারা অনেক ভালো দল। আমরা জানি, কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। আমরা তা নিয়ে সতর্ক। খেলার জন্য মুখিয়ে আছি।’