গতির ঝড় আর স্পিন ঘূর্ণিতে কুপোকাত পাকিস্তানের টপ অর্ডার

পাকিস্তান কোচ মাইক হেসনের হিসেব হচ্ছে, পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভারে যতটা পারা যায় রান তুলতে হবে। পাকিস্তানের ব্যাটাররা রান তুলেছে বেশ ভালো রেটে, সমান্তরালে হারিয়েছে উইকেট। প্রথম ৬ ওভারে সফরকারীদের চার উইকেট তুলে নিয়ে কিছুটা এগিয়ে বাংলাদেশ।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। অধিনায়কের নেওয়া সিদ্ধান্তের মান রেখেছেন বোলাররা। অন্তত শুরুর চিত্র তা-ই বলে। একাদশে জায়গা পেয়েই উইকেট শিকার করলেন তাসিকিন আহমেদ। ওপেনার সাইম আইয়ুবকে মুস্তাফিজুর রহমানের ক্যাচ বানান তাসকিন। সাঈম করেন ৬ রান।
বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ হারিসকে সাজঘরের পথ দেখান শেখ মেহেদি। ৪ রানে শামীম হোসেনের হাতে ক্যাচ দেন হারিস। অধিনায়ক আগা সালমানকে ৩ রানে আউট করেন তানজিম সাকিব। উইকেটের পেছনে সালমান হন লিটনের তালুবন্দি।
পাওয়ার প্লেতে চতুর্থ ব্যাটার হিসেবে বিদায় নেন হাসান নাওয়াজ। রানের খাতা খোলার আগে মুস্তাফিজুর রহমানের বলে রিশাদ হোসেনের ক্যাচে পরিণত হন।
যেমন হলো বাংলাদেশের একাদশ
প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে দল। পেসার শরিফুল ইসলামের জায়গায় জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া, বাকিরা আছেন আগের মতোই।
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমনের ওপর ভরসা রেখেছে দল। টপ অর্ডারে তাওহিদ হৃদয়, লিটন দাস আছেন। মিডল অর্ডারে দায়িত্বটা শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলীর ব্যাটে।
বোলিংয়ে বাংলাদেশ নেমেছে তিন পেসার নিয়ে। তাসকিনের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিনে ভরসা রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসানের ওপর। শ্রীলঙ্কায় উজ্জ্বল ছিলেন দুজনই।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ রোববার (২০ জুলাই) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।