বিমান দুর্ঘটনা
হতাশার মাঝেও মাঠে নামার কারণ জানালেন জাকের

দেশজুড়ে যখন শোকের ছায়া নেমে এসছে তখন পেশাদারত্বের পরিচয় দিতে মাঠে নামতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। এই সময়টাতে এই ম্যাচকে ঘিরে কথা হয়েছে অনেক। তবে মন খারাপ থকলেও সবকিছু ভুলে মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে, ম্যাচসেরা হয়ে এমনটাই জানালেন জাকের আলী অনিক।
মিরপুরে মঙ্গলবার (২২ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাটিং ধসের মুখোমুখি হয়, সেখান থেকে ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ের নায়ক জাকের আলী অনিক। ম্যাচসেরা পুরস্কারও উঠেছে তার হাতে।
ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি জানান দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামাটা বাংলাদেশ দলের জন্য বেশ কঠিন ছিল। সকলেই মর্মাহত ছিলেন কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আগে দায়িত্বটা পালন করতে হয়েছে তাদের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘আসলে জিনিসটা টাফ ছিল। গতকাল বুক ভারী হয়েই কাটাতে হয়েছে। দল হিসেবে কঠিন ছিল। সবারই মন খারাপ ছিল। কিন্তু, আমরা পেশাদার৷ সব ভুলে মাঠে নামতে হয়েছে। এমনটা কারও জন্য কাম্য নয়। সবার জন্য দোয়া করেছি। যারা মারা গেছেন, আত্মার মাগফেরাত কামনা করছি। যারা বেঁচে আছেন তারা যেন সুস্থ হয়ে ওঠেন।’
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিসিরি বেশকিছু উদ্যোগ নেয়। সেগুলো পূরণ করার পাশাপাশি সিরিজ জয়টা তাদের উৎসর্গ করেছে বাংলাদেশ।