বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
হোয়াইটওয়াশের ম্যাচ কী বৃষ্টিতে ভেসে যাবে?

ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দিয়ে এখন হোয়াইটওয়াশ করার পথে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার আগে আছে বৃষ্টির শঙ্কা।
আবহাওয়া অফিসের তথ্যমতে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে সন্ধ্যা ৬ টায়। অ্যাকুওয়েদারের হিসেবে ঢাকায় এই সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬২ শতাংশ এবং তাপমাত্র থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। দমকা হাওয়াসহ আসতে পারে বৃষ্টি। তবে এর পরের কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
মিরপুরের মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় মোটামুটি মানের বৃষ্টি হলে খেলা বন্ধ না হওয়ার সম্ভাবনা বেশি। খেলার শুরুতে বৃষ্টি হলে কিছুটা দেরি হলেও খেলা মাঠে গড়াবে। সেক্ষেত্রে হয়ত ওভার কমে আসতে পারে।
এর আগে টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা হয়নি বাংলাদেশের। পাকিস্তানকে ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদেরকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে টাইগাররা। তাই বাংলাদেশের সামনে সূবর্ণ সুযোগ এই ম্যাচটি।