ম্যাচ জিতিয়ে সাইফ বললেন, পরিকল্পনা কাজে দিয়েছে

লম্বা সময় পরে এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসান। টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমে নিজেকে জানান দিয়ে রেখেছিলেন তিনি। এশিয়া কাপে তাতে পূর্ণতা দিলেন। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশের জয়ের নায়ক সাইফ।
রান তাড়ায় নেমে বাংলাদেশ মাত্র এক রানে উইকেট হারালেও দায়িত্ব নিয়ে দলের হাল ধরেন সাইফ। ভয়ডরহীন ব্যাটিংয়ে পুরোটা সময় লঙ্কান বোলারদের শাসন করেছেন তিনি। পুরো ম্যাচে সাইফের ব্যাটিং ছিল চোখে লেগে থাকার মতো। থুসারার লেগ স্ট্যাম্পের একটু বাইরের বলে সেই ফ্লিক কিংবা দুনিথ ভেল্লালাগের বলে এক্সট্রা কাভারের উপর দিয়ে বটম হ্যান্ডের ড্রাইভ, অনেকদিন পরে আনন্দের খোরাক জুগিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের।
অনবদ্য ব্যাটিংয়ে তুলে নিয়েছেন এশিয়া কাপে নিজের প্রথম ও আন্তুর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত থেমেছেন ৪৫ বলে ৬১ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ২ চার আর ৪ ছক্কায়। এমন ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
ম্যাচ সেরার পুরস্কার জিতে সাইফ বলেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট খুব ভালো ছিল। আমি শুধু শটগুলোর টাইমিং ঠিক রাখার চেষ্টা করেছি। লিটন আমাকে সাহায্য করছিলেন। তার সঙ্গে ব্যাটিং করা সহজ ছিল। তিনি অনেক সাপোর্ট দিচ্ছিলেন, পরের বল কী হতে পারে সেটা বলে দিচ্ছিলেন।’
দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি সাইফ যোগ করেন ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে। আমাদের প্রস্তুতিটাও ভালো ছিল। তাদের বোলারদের বিরুদ্ধে আমাদের একটা ভালো পরিকল্পনা ছিল, আর সেটা কাজে দিয়েছে।’
দলকে উৎসাহ দিতে দুবাইয়ের গ্যালারিতে উপস্থিত ছিলেন অনেক বাংলাদেশি ভক্ত। পুরো ম্যাচ জুড়ে গলা ফাটিয়েছেন তারা। বলা হয়, ১২তম খেলোয়াড় হিসেবে কাজ করেন সমর্থকরা। তাই ম্যাচ শেষে সমর্থকদের ভুলে যাননি সাইফ। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।