এশিয়া কাপ
হৃদয়ের ব্যাটে লক্ষ্যের দিকে এগোচ্ছে বাংলাদেশ

দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়ে গেলেন সাইফ হাসান। সেই ধারা অব্যাহত রাখলেন তাওহিদ হৃদয়। লঙ্কান বোলারদের ছাড় দিলেন না তিনিও। দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিলেন আন্তর্জাতিক টি-টেয়েন্টিতে চতুর্থ হাফসেঞ্চুরি। শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি।
এর আগে হাফসেঞ্চুরি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সাইফ। তবে হাসারাঙ্গাকে তুলে মারতে গিয়ে ফেরেন ভেল্লালাগেকে ক্যাচ দিয়ে। ফেরার আগে দুটি চার ও চারটি ছক্কায় ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি।
সাইফের অর্ধশতকে চালকের আসনে বাংলাদেশ
বড় রান তাড়ায় যেমন ব্যাট করা দরকার, ঠিক তেমনটাই করছেন সাইফ। একপ্রান্তে অবিচল থেকে নিজের কাজটা ঠিকঠাক করছেন তিনি। শ্রীলঙ্কান
বোলারদের শাসন করে তুলে নিয়েছেন এবারের এশিয়া কাপে নিজের প্রথম ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন সাইফ।
উইকেট হারালেও ভালো শুরু বাংলাদেশের
রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এদিনও ব্যর্থ হয়ে শূন্য হাতেই ফেরত গেছেন ওপেনার তানজিদ তামিম। পরাস্ত হয়েছেন থুসারার স্লোয়ার অফ-কাটার বলে। ফিরেছেন বোল্ড হয়ে। উইকেট হারিয়ে দমে যায়নি বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে শাসন করেছেন লঙ্কান বোলারদের। পাওয়ার-প্লে পর্যন্ত লিটন-সাইফের জুটি থেকে এসেছে ৫৮ রান। তবে পাওয়ার-প্লের পরের ওভারেই ফিরেছেন লিটন। হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন পাথুম নিশাঙ্কার হাতে। ফেরার আগে খেলেছেন ১৬ বলে ২৩ রানের ইনিংস। ৬০ রানে পতন হয় বাংলাদেশের দ্বিতীয় উইকেটের।
শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশের চাই ১৬৯ রান
টসে হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের পুঁজি দাঁড় করায় লঙ্কানরা। কুশল মেন্ডিসের ৩৪ রানের পরে শেষদিকে ৬৪ রানে অপরাজিত থাকেন দাসুন শানাকা।