ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে পাকিস্তানের হার

বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাকই করেছিলেন। আড়াইশ পেরোনোর আগেই আটকে দিয়েছিলেন ভারতকে। কিন্তু রান তাড়ায় নেমে ব্যর্থতার পুনরাবৃত্তি করলেন পাকিস্তানের ব্যাটাররা। সহজ লক্ষ্য কঠিন করে হারল ৮৮ রানের ব্যবধানে। এ নিয়ে বিশ্বকাপে টানা দুটি ম্যাচ হারল পাকিস্তান।
আজ সোমবার (৫ অক্টোবর) নারী বিশ্বকাপে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ৪৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পেরেছে পাকিস্তান।
রান তাড়ায় শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। একের পর এক উইকেট হারায় তারা। এতে সহজ লক্ষ্যও কঠিন করে তুলে মুনিবা আলী-ফাতিমা সানারা।
মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারানোর পরে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর লড়াই করেন সিদরা আমিন ও নাতালিয়া পারভেজ। ৯৬ বলে ৬৯ রানের জুটি গড়েন তারা। নাতালিয়াকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন ক্রান্তি। ফেরার আগে ৪৬ বলে ৩৩ রান করেন তিনি।
এরপর আবারও তাসের ঘরের মতো ভেঙ্গে পরে পাকিস্তানের ব্যাটিং লাইন। পুরো ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়াই করে গেছেন সিদরা আমিন। তবে তার লড়াই কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ১০৬ বলে তার ৮১ রানই ইনিংসের সর্বোচ্চ। পাকিস্তান গুটিয়ে গেছে ১৫৯ রানে।
ভারতের হয়ে সমান তিনটি করে উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা ও ক্রান্তি। দুটি উইকেট পেয়েছেন স্নেহ রানা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি ভারতের। উদ্বোধনী জুটিতে ৪৮ রান তুলে ভারত। স্মৃতি মান্ধানা ৩২ বলে ২৩ রান করে ফিরলে ভাঙ্গে সেই জুটি। এরপর মোটামুটি এভাবেই উইকেট হারিয়েছে ভারত। ভালো শুরুর পরও ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। বড় জুটিও গড়তে পারেননি তারা। প্রায় সব ব্যাটারই থেমেছে ৩০ এর ঘরে। প্রাতিকা রাউল (৩৭ বলে ৩১), হারমানপ্রীত কৌর (৩৪ বলে ১৯), জেমিমাহ রদ্রিগেজ (৩৭ বলে ৩২), দিপ্তি শর্মা (৩৩ বলে ২৫) ও স্নেহ রানা (৩৩ বলে ২০)।
এর মধ্যে হার্লিন দেওল ছুটছিলেন হাফসেঞ্চুরির দিকে। কিন্তু কাছে গিয়ে ফেরেন তিনি ৬৫ বলে ৪৬ রান করে। শেষদিকে ঝড়ো ইনিংস খেলেন রিছা ঘোষ। ৩ চার আর ২ ছক্কায় ২০ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ফলে কোনো ব্যাটার পঞ্চাশ না ছুঁলেও আড়াইশ ছুঁইছুঁই রানের পুঁজি পেয়েছে ভারত।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন দিয়ানা বেগ। দুটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা। একটি করে উইকেট পেয়েছেন রামিন শামীম ও নাশরা সান্ধু।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২৪৭/১০ (স্মৃতি ২৩, প্রাতিকা ৩১, হারমানপ্রীত ১৯, জেমিমাহ ৩২, দিপ্তি ২৫, স্নেহ রানা ২০, শ্রী চারানি ১, ক্রান্তি ৮, রেনুকা ০, রিছা ৩৫*; সাদিয়া ১০-০-৪৭-২, দিয়ানা ১০-১-৬৯-৪, ফাতিমা ১০-২-৩৮-২, শামীম ১০-০-৩৯-১, নাশরা ১০-৫২-১)।
পাকিস্তান : ৪৩ ওভারে ১৫৯/১০ (মুনিবা ২, সাদাফ ৬, সিদরা আমিন ৮১, আলিয়া ২, নাটালিয়া ৩৩, ফাতিমা ২, সিদরা নাওয়াজ ১৪, শামীম ০, দিয়ানা ৯, সাদিয়া ০, নাশরা ২*; রেনুকা ১০-১-২৯-০, ক্রান্তি ১০-৩-২০-৩, স্নেহ ৮-০-৩৮-২, চারানি ৬-১-২৬-০, দিপ্তি ৯-০-৪৫-৩)।
ফলাফল : ভারত ৮৮ রানে জয়ী।