আফগানিস্তানকে ২২২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ওয়ানডের রঙিন পোশাকে আফগানিস্তানের বিপক্ষে শুরুটা রঙিন হলো না বাংলাদেশের। আবারও সেই ব্যাটিং ব্যর্থতাই পেয়ে বসল লাল-সবুজের প্রতিনিধিদের। শুরুর ধাক্কা সামলে বড় রানের আশা দেখালেন মেহেদী হাসান মিরাজ আর তাওহিদ হৃদয়। কিন্তু সেই আশার পূর্ণতা দিতে পারলেন না একজনও। ফলে শেষদিকের ব্যাটিং ব্যর্থতায় কোনোমতে দুইশ পার করেই থামতে হলো বাংলাদেশকে।
আজ বুধবার (৮ অক্টোবর) প্রথম ওয়ানডেতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২১ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৮ রানেই হারায় প্রথম উইকেট। ১০ বলে ১০ রান করে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও পারলেন না দায়িত্ব নিতে। ফিরলেন ৫ বলে মোটে ২ রান করে।
এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে ভালোই এগোচ্ছিলেন আরেক ওপেনার অভিষিক্ত সাইফ হাসান। তৃতীয় উইকেট জুটিতে ৩৮ রান তুলে ফিরে যান সাইফ। ফেরার আগে ৩৭ বলে ২৬ রান করেন তিনি।
সাইফ ফিরলে ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। পাঁচ নম্বরে নেমে হৃদয়কে সাথে নিয়ে সেই চাপ সামাল দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চতুর্থ উইকেট জুটিতে ১০১ রান যোগ করেন এই দুজন। এতে বড় রানের পথে এগোচ্ছিল বাংলাদেশ।
৩৫ ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে হৃদয় ফিরলে ভাঙে সেই জুটি। ফেরার আগে ৮৫ বলে ৫৬ রান করেন তিনি। এরপর মিরাজও বেশি সময় টিকতে পারেননি উইকেটে। হৃদয় ফেরার তিন ওভার পর তিনিও বিদায় নেন। ফেরার আগে ৮৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন মিরাজ।
এরপর দায়িত্ব নিতে পারেনি বাকিরাও। জাকের আলী ফেরেন ১৬ বলে ১০ রান করে। সোহানের ব্যাট থেকে আসে ৭ রান। শেষদিকে তানজিম হাসান সাকিবের ২৩ বলে ১৭ রান আর তানভীর ইসলামের ৮ বলে ১১ রানের ইনিংসে দুইশ পার করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৪৮.৫ ওভারে ২২১/১০ (সাইফ ২৬, তামিম ১০, শান্ত ২, হৃদয় ৫৬, মিরাজ ৬০, জাকের ১০, সোহান ৭, সাকিব ১৭, হাসান ৫, তানভীর ১১, তাসকিন ৪* ; বশির ৪-০-২৫-০, ওমরজাই ৯-০-৩৫-৩, গজনফার ৯.৫-১-৫৫-২, খারোটি ১০-১-৩২-১, রশিদ ১০-০-৩৮-৩, নবী ৬-০-২৭-০)।