ব্যাটিং ব্যর্থতায় ধুকছে বাংলাদেশ

স্বল্প রান তাড়ায় নেমেও যেন বড় রানের চাপ অনুভব করল বাংলাদেশ। আগের ম্যাচের মতো এদিনও ব্যর্থতার সেই পুরোনো গল্পই রচনা করল টপঅর্ডার ব্যাটাররা। পঞ্চাশ রান পেরোতেই হারাল ৪ উইকেট। এক আজমতুল্লাহ ওমরজাইয়ের পেস আগুনে পুড়ে এখন ধুকছে বাংলাদেশ।
আজ শনিবার (১১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়ায় নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলে আজতুল্লাহ ওমরজাইয়ের বলে ফেরেন তানজিদ হাসান তামিম।
এরপর সাইফ হাসানের সঙ্গে ভালোই খেলছিলেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। ২৫ রানের জুটিও গড়েছিলেন দুজন। কিন্তু পঞ্চম ওভারে যেন নিজের উইকেট বিলিয়ে এলেন শান্ত। জোর করে ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন তিনি। এর আগে ৯ বলে ৭ রান আসে তার ব্যাট থেকে।
এ ম্যাচেও শুরুটা বেশ ভালো করেছিলেন সাইফ হাসান। সপ্তম ওভারে ওমরজাইকে টানা দুটি চার-ছক্কা মেরে আগ্রাসী জবাব দিচ্ছিলেন তিনি। কিন্তু পরের বলে আবারও বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। ফেরার আগে এক ছক্কা আর ৩ চারে ২৩ বলে করেন ২২ রান।
দায়িত্ব নিতে পারলেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। পাওয়ার-প্লের পরের ওভারে বিদায় নিলেন ওমরজাইয়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পরে। ফেরার আগে করেন ৭ বলে ৪ রান। ৬ ওভার বল করে ৩ উইকেট শিকার ওমরজাইয়ের।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। টাইগার বোলারদের কাছে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ৪৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানেই থামে আফগানরা। বাকিদের ব্যর্থতার আড়ালে ওপেনার ইব্রাহীম জাদরান ৯৫ রানের বীরোচিত ইনিংস খেলেন। চোটে পড়ে হুইল চেয়ারে মাঠ ছাড়েন আফগান ব্যাটার রহমত শাহ।